
মামদানির দায়িত্ব গ্রহণের আগেই নিউ ইয়র্ক পুলিশে পদত্যাগের হিড়িক

টিবিএন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৫, ৯:৩৭

নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে মেয়র পদে জয়ী হন জোরান মামদানি। ছবি: টিবিএন কোলাজ
- 0
এনওয়াইপিডি-তে অক্টোবর মাসে পদত্যাগের হার ৩৫ শতাংশ বেড়েছে।
প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে গত মঙ্গলবার অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে মেয়র পদে জয়ী হন জোরান মামদানি। আগামী ১ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা।
তবে তার দায়িত্ব গ্রহণের আগেই টালমাটাল নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, সোশ্যালিস্ট জোরান মামদানির নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে পড়ছে। অনেক কর্মকর্তা বাহিনী ছেড়ে যাচ্ছেন।
পুলিশ পেনশন তহবিলের তথ্য অনুযায়ী, এনওয়াইপিডি-তে অক্টোবর মাসে পদত্যাগের হার ৩৫ শতাংশ বেড়েছে। গত বছরের একই মাসে ১৮১ জন অফিসার পদত্যাগ করেছিলেন, তবে এবার সংখ্যা বেড়ে ২৪৫ জনে দাঁড়িয়েছে।
গোয়েন্দা এনডাউমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্কট মুনরোর মতে, ‘মামদানি যে নীতিমালা প্রণয়ন করতে চান তা নিয়ে সবাই উদ্বিগ্ন। এমন একজন মানুষ আমাদের শহর পরিচালনা করতে যাচ্ছে, যিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি বিশ্বাসী নন।’
পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন সতর্ক করেছেন যে, কর্মী ছাঁটাই পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। পিবিএ সভাপতি প্যাট্রিক হেন্ড্রি বলেন, ‘প্রতি মাসে আমরা একটি পুরো প্রিসিঙ্কট চালানোর মতো পুলিশ হারাচ্ছি। আমাদের শহরের নেতারা যদি কাজের চাপ, মেয়াদোত্তীর্ণ চুক্তি এবং অনিশ্চয়তার মতো সমস্যাগুলো সমাধানে আমাদের সঙ্গে কাজ না করেন, তবে পরিস্থিতি আরও খারাপ হবে।’
তবে নতুন অফিসার নিয়োগ লোকবল চাহিদা পূরণ করতে সাহায্য করেছে। নিউ ইয়র্ক পুলিশ এ বছর ২,৯১১ জন নতুন অফিসার নিয়োগ করেছে, যা ২০০৬ সালের পর এক বছরের মধ্যে সর্বোচ্চ। পরবর্তী নিয়োগ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
বর্তমানে এনওয়াইপিডিতে ৩৩,৭৪৫ জন ইউনিফর্মধারী অফিসার কাজ করছেন, যা ২০২৪ সালে ৩৩,৮১২ জন থেকে কিছুটা কম। স্বাধীন বাজেট অফিসের তথ্য অনুযায়ী, ২০০০ সালে সর্বোচ্চ কর্মী সংখ্যা ছিল ৪০,২৮৫ জন।