তিন-চার বছরের মধ্যে সম্পূর্ণ ‘মুসলিম’ হবে নিউ ইয়র্ক সিটি, মন্তব্য সিনেটরের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮ ২০২৫, ২২:৫৪ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ১৮:২৩

অ্যালাবামার সিনেটর টমি ‍টিউবারভিল। ছবি: রয়টার্স

অ্যালাবামার সিনেটর টমি ‍টিউবারভিল। ছবি: রয়টার্স

  • 0

“নিউ ইয়র্কে কী ঘটল, তা মাত্র দেখলাম আমরা। আমরা নিউ ইয়র্ককে হারিয়েছি। তিন থেকে বছরের মধ্যে এটি সম্পূর্ণ ‘মুসলিম’ হয়ে যাবে। তারা এটাই চায়”, বলেন টিউবারভিল।

নিউ ইয়র্ক সিটি ২০২৯ সালের মধ্যে ইসলামি ভূখণ্ডে পরিণত হবে বলে মন্তব্য করেছেন অ্যালাবামার সিনেটর ও সাবেক কলেজ ফুটবল কোচ টমি ‍টিউবারভিল।

প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ার ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে গত মঙ্গলবার অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে মেয়র পদে জয়ী হন জোরান মামদানি।

তার জয়ের তিন দিন পর স্টিভ ব্যাননের ‘ওয়ার রুম’ নামের পডকাস্টে উল্লিখিত মন্তব্য করেন রিপাবলিকান আইনপ্রণেতা টিউবারভিল, যিনি অ্যালাবামার পরবর্তী গভর্নর হওয়ার আশা করছেন।

“নিউ ইয়র্কে কী ঘটল, তা মাত্র দেখলাম আমরা। আমরা নিউ ইয়র্ককে হারিয়েছি। তিন থেকে বছরের মধ্যে এটি সম্পূর্ণ ‘মুসলিম’ হয়ে যাবে। তারা এটাই চায়”, বলেন টিউবারভিল।

সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজে হারিয়ে মেয়র পদে জয় হন মামদানি। তার এ জয়ে বড় ভূমিকা রেখেছে নগরকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, টিউবারভিল দৃশ্যত মনে করছেন, ৯ শতাংশের মতো মুসলিমের সিটি নিউ ইয়র্কে মুসলিমদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হবে।

‘তারা (মুসলিমরা) সেখানে (নিউ ইয়র্ক সিটি) তাদের জন্য সবকিছু বিনা মূল্যে পেতে যাচ্ছে এবং তারা দেশজুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে’, বলেন ৭১ বছর বয়সী রক্ষণশীল এ রাজনীতিক।

সিনেটর হিসেবে টিউবারভিলের অভিষেক হয় ২০২১ সালে। অবার্ন ইউনিভার্সিটি ফুটবল টিমের জন্য ১৯৯৯ থেকে ২০০৮ সাল নাগাদ কোচিং করে তিনি অ্যালাবামায় ব্যাপক পরিচিতি পান।