১৯৬৯ সালের পর সর্বোচ্চ ভোট পড়ল নিউ ইয়র্ক সিটিতে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২৫, ২:২৬

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মঙ্গলবার একটি ভোটকেন্দ্রের চিত্র। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে মঙ্গলবার একটি ভোটকেন্দ্রের চিত্র। ছবি: রয়টার্স

  • 0

সিটির বোর্ড অব ইলেকশনস-বিওইর বরাতে রয়টার্স জানায়, এ নির্বাচনে ভোট দিয়েছেন দুই মিলিয়ন তথা ২০ লাখের বেশি ভোটার।

নিউ ইয়র্ক সিটিতে মঙ্গলবারের নির্বাচনে ১৯৬৯ সালের পর সর্বোচ্চ ভোট পড়েছে।

সিটির বোর্ড অব ইলেকশনস-বিওইর বরাতে রয়টার্স জানায়, এ নির্বাচনে ভোট দিয়েছেন দুই মিলিয়ন তথা ২০ লাখের বেশি ভোটার।

বহুল আলোচিত এ নির্বাচনে মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া ভোটদান চলে রাত ৯টা নাগাদ। এখন আনুষ্ঠানিক ফলের অপেক্ষায় আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়ার সমর্থকসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

বিওইর তথ্য অনুযায়ী, এ নির্বাচনে সন্ধ্যা ছয়টা নাগাদ ভোট পড়ে এক দশমিক সাত মিলিয়ন তথা ১৭ লাখের বেশি।

বেলা তিনটা নাগাদ সিটি নির্বাচনে ভোট দেন এক দশমিক চার মিলিয়ন তথা ১৪ লাখের মতো ভোটার।

বিগত নির্বাচনগুলোর মধ্যে ২০২১ সালের ভোটে এক দশমিক এক মিলিয়ন (১১ লাখ) ভোটার তাদের রায় দেন বলে জানায় বিওই।

সংস্থাটির ডেটা অনুযায়ী, সর্বশেষ ২০০৫ সালে এক দশমিক তিন মিলিয়ন (১৩ লাখ) ছাড়িয়েছিল নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ভোটদানের সংখ্যা। সে বছর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মাইকেল ব্লুমবার্গ।