চাকরি দিচ্ছে নিউ ইয়র্ক সিটি, লাগবে না পরীক্ষা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২৫, ১৯:০৭ হালনাগাদ: ডিসেম্বর ১ ২০২৫, ২২:৪৬

নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব প্রবেশনের পোশাকধারী দুই কর্মী। ছবি: ফ্লিকার

নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব প্রবেশনের পোশাকধারী দুই কর্মী। ছবি: ফ্লিকার

  • 0

আবেদনকারীদের দিতে হবে না পরীক্ষা।

কলেজ এইড পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি। এ পদে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরাও। আবেদনকারীদের দিতে হবে না পরীক্ষা।

প্রতিষ্ঠানের নাম: নিউ ইয়র্ক সিটি (ডিপার্টমেন্ট অব প্রবেশন)

পদের নাম: কলেজ এইড

পদসংখ্যা: ১০

চাকরির ধরন: পার্ট টাইম

অভিজ্ঞতা: শিক্ষার্থী স্তরের

ন্যূনতম যোগ্যতা: অ্যাক্রেডিটেড কলেজ বা গ্র্যাজুয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস। কোয়ান্টিটেভিট ও কোয়ালিটেটিভ রিসার্চে মাঝারি থেকে শক্তিশালী দক্ষতা। মাইক্রোসফট অফিস, এক্সেল ও পাওয়ার পয়েন্টে মাঝারি মানের দক্ষতা।

বেতন: ঘণ্টায় ১৭ থেকে ২১ দশমিক ৪০ ডলার

কর্মস্থল: ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি

আবেদনের নিয়ম: আগ্রহীরা জবস এনওয়াইসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: জবস এনওয়াইসি