নিউ ইয়র্ক সিটিতে চাকরি, বছরে সর্বোচ্চ বেতন প্রায় ৭৫ হাজার ডলার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২ ২০২৫, ২৩:৩৩ হালনাগাদ: নভেম্বর ১৪ ২০২৫, ১:৪৭

নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেইট বিল্ডিং। ছবি: স্টোরি ব্লকস

নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেইট বিল্ডিং। ছবি: স্টোরি ব্লকস

  • 0

এক বছরের অভিজ্ঞতা কিংবা উদ্যানবিদ্যায় পেশাগত সনদপত্র থাকলেই আবেদন করা যাবে এ পদে।

মালি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি।

এক বছরের অভিজ্ঞতা কিংবা উদ্যানবিদ্যায় পেশাগত সনদপত্র থাকলেই আবেদন করা যাবে এ পদে।

সংস্থার নাম: নিউ ইয়র্ক সিটি

পদের নাম: মালি (গার্ডেনার-২)

বিভাগের নাম: ডিপার্টমেন্ট অব পার্ক অ্যান্ড রিক্রিয়েশন

পদসংখ্যা:

চাকরির ধরন: ফুল টাইম

অভিজ্ঞতা: ১ বছর

ন্যূনতম যোগ্যতা: এ কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা অথবা নার্সারি ও উদ্যানবিদ্যায় পেশাগত সনদপত্র থাকতে হবে। বৈধ ও সক্রিয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৬৪ হাজার ৮৫২ থেকে ৭৪ হাজার ৫৮০ ডলার (বার্ষিক)

কর্মস্থল: ব্রঙ্কস

আবেদনের নিয়ম: আগ্রহীরা জব এনওয়াইসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: জবস এনওয়াইসি