নিউ ইয়র্ক সিটিতে বহুল আলোচিত সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার।
নগরে সকাল ছয়টা থেকে শুরু হয় ভোট, যা চলবে রাত ৯টা পর্যন্ত।
নিউ ইয়র্কের পাশাপাশি নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনেও শুরু হয় ভোট। যদিও অ্যামেরিকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজনের নজর নিউ ইয়র্ক সিটির দিকে।
নিউ ইয়র্কে নগরপিতা হওয়ার দৌড়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস স্লিওয়া।
জাতীয়ভাবে নজর কাড়তে সক্ষম হওয়া এ নির্বাচনে ভোটারদের সামনে বড় ইস্যু জীবনযাপনের ব্যয়। এ ছাড়া ৩৪ বছর বয়সী গণতান্ত্রিক সমাজতন্ত্রী ও এগিয়ে থাকা প্রার্থী মামদানির সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতভিন্নতাও নির্বাচনে অন্য মাত্রা যোগ করেছে।
বিবিসি জানায়, এবারের নির্বাচনে মামদানি জয়ী হলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র পাবে নিউ ইয়র্ক সিটি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের পাশাপাশি ভার্জিনিয়া ও নিউ জার্সির নির্বাচনের ফল আগামী বছর অনুষ্ঠেয় কংগ্রেসের মিডটার্ম নির্বাচনের প্রবণতা নির্দেশক হতে পারে।