নেদারল্যান্ডস দিচ্ছে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন যারা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮ ২০২৫, ১২:৫৪

পিআর পাওয়ার ফলে ডাচ নাগরিকত্বেরও দরজা খুলে যাবে আপনার জন্য। ছবি: এনডিটিভি

পিআর পাওয়ার ফলে ডাচ নাগরিকত্বেরও দরজা খুলে যাবে আপনার জন্য। ছবি: এনডিটিভি

  • 0

দেশটির প্রদত্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করলেই আপনিও স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন।

মনোরম প্রকৃতি আর ঐতিহাসিক উইন্ডমিলের দেশ নেদারল্যান্ডস শুধু ভ্রমণের জন্যই নয় দিচ্ছে স্থায়ী বসবাসের সুযোগও। দেশটির সমৃদ্ধ সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা নিতে চাইলে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করলেই আপনিও পেতে পারেন দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি।

নেদারল্যান্ডস পিআর সম্পর্কে যা জানা জরুরি:

আপনি যদি ইইউ বা ইইএ -বহির্ভূত কোনও দেশের বিদেশি নাগরিক হন, তাহলে আপনি নেদারল্যান্ডসে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। দেশটির প্রদত্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করলেই আপনিও স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। একটি পিআর আপনাকে দীর্ঘ সময়ের জন্য নেদারল্যান্ডসে বসবাস এবং কাজ করার অনুমতি দেবে। পিআর পাওয়ার ফলে ডাচ নাগরিকত্বেরও দরজা খুলে যাবে আপনার জন্য।

নেদারল্যান্ডসের পিআরের জন্য কারা যোগ্য?

নন-ইইউ/ইইএ নাগরিকরা চাইলে নেদারল্যান্ডসে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। এজন্য তাদের অন্তত পাঁচ বছর বৈধ অস্থায়ী আবাসিক অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করতে হবে।

পাশাপাশি, মাসিক কমপক্ষে ১,৬৫৭ ইউরো (প্রায় ১ লাখ ৭১ হাজার টাকা) স্থিতিশীল ও পর্যাপ্ত আয়ের প্রমাণ দেখাতে হবে।

আবেদনকারীদের ডাচ নাগরিক ইন্টিগ্রেশন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যেখানে ভাষা ও সংস্কৃতির দক্ষতা প্রদর্শন করতে হবে। (অব্যাহতি না থাকলে এ২ স্তর আবশ্যক)। A2 স্তর হলো ইউরোপীয় ভাষা দক্ষতা মাপকাঠি অনুযায়ী প্রাথমিক–মধ্যম স্তর।
এর মানে আপনি ডাচ ভাষায় সহজ বাক্য বুঝতে ও বলতে পারবেন, দৈনন্দিন সাধারণ বিষয় নিয়ে যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ, যদি আপনাকে অব্যাহতি দেওয়া না হয় (যেমন: বিশেষ পরিস্থিতি, বয়স, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি কারণে), তবে আপনাকে ন্যূনতম A2 লেভেলের পরীক্ষা পাস করতে হবে।

এছাড়া প্রত্যেকের বৈধ স্বাস্থ্যবীমা থাকতে হবে এবং অপরাধমুক্ত থাকার প্রমাণ হিসেবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

একটি বৈধ পাসপোর্ট

কর্মসংস্থান চুক্তি এবং বেতন স্লিপ

স্বাস্থ্য বীমা নথি

নাগরিক ইন্টিগ্রেশন পরীক্ষার সার্টিফিকেট

বসবাসের অনুমতিপত্র

বসবাসের প্রমাণপত্র

কীভাবে আবেদন করতে হবে:

নেদারল্যান্ডসে স্থায়ী বসবাসের জন্য আবেদন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে নিজের যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে।

এরপর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস (আইএনডি) এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অথবা আইএনডি ডেস্কে সশরীরে আবেদন জমা দিতে হবে।

আবেদন জমা দেওয়ার সময় বর্তমানে ২৪৩ ইউরো (প্রায় ৩৫৯৩০ টাকা) ফি প্রদান করতে হয়, যা ফেরতযোগ্য নয়। আবেদন জমা দেওয়ার পর প্রক্রিয়াকরণে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আবেদন অনুমোদিত হলে আইএনডি থেকে অনুমোদনপত্র পাওয়া যাবে এবং পরে আইএনডি ডেস্ক থেকেই আবাসিক পারমিট সংগ্রহ করতে হবে।