মুম্বাইয়ে ৩৪টি গাড়িতে আত্মঘাতী বোমা,দাবি 'লস্কর-ই-জিহাদির'

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫ ২০২৫, ১১:৩৮

সতর্ক করা হয়েছে এই বোমার বিস্ফোরণগুলো পুরো মুম্বাইকে কাঁপিয়ে দেবে। ছবি: হিন্দুস্তান টাইমস

সতর্ক করা হয়েছে এই বোমার বিস্ফোরণগুলো পুরো মুম্বাইকে কাঁপিয়ে দেবে। ছবি: হিন্দুস্তান টাইমস

  • 0

হুমকিতে আরও বলা হয় যে হামলায় ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করা হবে।

সন্ত্রাসী হামলার হুমকিকে ভারতের মুম্বাই। হিন্দুধর্মাবলম্বীদের গণেশ উৎসবকে কেন্দ্র করে এই হামলার হুমকি দিয়ে সন্ত্রাসীরা।

মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশ তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে হুমকি বার্তা পাওয়ার পর মুম্বাই জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের মতে বার্তাটিতে দাবি করা হয়, শহরের ৩৪টি গাড়িতে হিউম্যান বোমা বা ‘মানব বোমা’ লাগানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে এই বোমার বিস্ফোরণগুলো পুরো মুম্বাইকে কাঁপিয়ে দেবে।

সংবাদ সংস্থা পিটিআইকে এই কর্মকর্তা জানায়, বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে এই বার্তা আসে। ঠিক সেই সময় পুলিশ গণেশ উৎসব উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যস্ত ছিল।

ওই কর্মকর্তা আরও জানান, ক্রাইম ব্রাঞ্চ হুমকির বিষয়ে তদন্ত শুরু করেছে এবং অ্যান্টি- টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং অন্যান্য সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে। হুমকির পেছনে থাকা সংগঠনটি নিজেদের 'লস্কর-ই-জিহাদি' হিসেবে পরিচয় দিয়েছে।

সংগঠনটি দাবি করে যে ইতোমধ্যে ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। হুমকিতে আরও বলা হয় যে হামলায় ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করা হবে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে চলছে চিরুনি অভিযান। উৎসবের সময় আসা সন্দেহজনক বার্তার উৎস সম্পর্কেও কর্তৃপক্ষ তদন্ত করছে।