ফিনিক্সে টানা ১৯ দিন তাপমাত্রা ১১০ ডিগ্রির ওপরে

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ৩:৫০

প্রচণ্ড দাবদাহে পুড়ছে অ্যারিযোনা স্টেইটের ফিনিক্স শহর। ছবি: সংগৃহীত

প্রচণ্ড দাবদাহে পুড়ছে অ্যারিযোনা স্টেইটের ফিনিক্স শহর। ছবি: সংগৃহীত

  • 0

প্রচণ্ড দাবদাহে পুড়তে থাকা ফিনিক্স নতুন রেকর্ড স্পর্শ করেছে। টানা ১৯তম দিন অ্যারিযোনা স্টেইটের শহরটিতে তাপমাত্রা ছুঁয়েছে ১১০ ডিগ্রি ফারেনহাইট (৪৩ ডিগ্রি সেলসিয়াস)।

মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে ফিনিক্সের তাপমাত্রা অ্যামেরিকার প্রধান মেট্রোপলিটন অঞ্চলগুলির মধ্যে আলাদা হয়ে দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গে ওয়েদার কোম্পানির আবহাওয়াবিদ ক্রিস্টোফার বার্ট এপিকে বলেন, অন্য কোনো বড় শহরে ফিনিক্সের মতো দিনে ১১০ ডিগ্রি বা রাতে ৯০ ডিগ্রির নজির নেই।

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাইমেট ডেটা বিজ্ঞানী রাস ভোস ও কেন কুঙ্কেল উষ্ণায়নের এই ধারায় কোনও বড় শহর খুঁজে পাননি। তবে ছোট অঞ্চল যেমন, ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ও নিডলস, এবং অ্যারিযোনার কাসা গ্র্যান্ডেতে এমন টানা গরম পড়েছে।

ভোস জানান, ডেথ ভ্যালিতে ১১০ ডিগ্রি তাপমাত্রা টানা ৮৪ দিন ছিল। রাতের তাপমাত্রা ৪৭ দিন ৯০ ডিগ্রির নিচে নামেনি।

অ্যামেরিকার ২৫তম বৃহৎ শহর ফিনিক্সে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯৪ ডিগ্রি।


0 মন্তব্য

মন্তব্য করুন