এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসিয়াক বলেছেন, শেষ পর্যন্ত ১০ হাজার সেনা সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে।
রাষ্ট্রীয় রেডিওতে তার এই ঘোষণার একদিন পরে ভিন্ন এক সরকারি কর্মকর্তা জানান, পোল্যান্ড আগামী দুই সপ্তাহের মধ্যে সীমান্তে দুই হাজার অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে।
দেশটি মূলত সীমান্তে তার সামরিক উপস্থিতি দ্বিগুণ করছে। পুলিশ ও বর্ডার গার্ড অফিসারদের চাঙ্গা করতেও সৈন্যদের মোতায়েন করা হচ্ছে।
দুই বছর ধরে, বেলারুশ থেকে আসা অবৈধ অভিবাসী ইস্যু সমাধানের চেষ্টা করছে। পোল্যান্ড ও নেইটো অঞ্চলের পূর্ব দিকের কয়েকটি দেশ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে পশ্চিমে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে অভিবাসীদের পথ খোলা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে।
জুন মাসে রাশিয়ায় স্বল্পস্থায়ী বিদ্রোহের পর বেলারুশে মোতায়েন করা ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের উপস্থিতি নিয়েও পোল্যান্ড চিন্তিত। গত সপ্তাহে উদ্বেগ আরও বেড়ে যায় যখন দুটি বেলারুশিয়ান সামরিক হেলিকপ্টার সংক্ষিপ্তভাবে পোলিশ আকাশে প্রবেশ করে। পুরো বিষয়টিকে ওয়ারশ ইচ্ছাকৃত উস্কানি হিসাবে দেখেছে।