বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জানিয়েছেন, এ পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মোদি এ উদ্বেগ প্রকাশ করেন বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।
‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার কথা জেনে গভীর উদ্বেগে আছি, যিনি বাংলাদেশের জনপরিসরে বহু বছর ধরে ভূমিকা রেখেছেন’, এক্সে দেওয়া পোস্টে লিখেন মোদি।
এতে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা ও শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী।
ইউএনবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থার অবনতি হয় রবিবার রাতে।
গত নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর থেকে প্রতিষ্ঠানটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় খালেদা জিয়াকে। তার লিভার, কিডনি ও হার্টে রয়েছে নানা জটিলতা।
চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার অবনতি হয় রবিবার রাতে। পরে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।