অ্যামেরিকার কর্মকর্তার দাবি
ইরানে ইসরায়েলের হামলায় সংশ্লিষ্টতা বা সহায়তা নেই অ্যামেরিকার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৩ ২০২৫, ১:২২

ইসরায়েল ও অ্যামেরিকার পতাকা। ছবি: উইকিমিডিয়া কমন্স

ইসরায়েল ও অ্যামেরিকার পতাকা। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

অ্যামেরিকার এক কর্মকর্তা সিএনএনকে জানান, ইরানের ওপর ইসরায়েলের হামলায় অ্যামেরিকার কোনো সংশ্লিষ্টতা বা সহায়তা নেই।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য হামলার খবরকে সত্যি করে ইরানে শুক্রবার আক্রমণ চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।

এ হামলায় অ্যামেরিকার সংশ্লিষ্টতা বা সহায়তা নেই বলে সিএনএনকে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

এর আগে ইরানে `আগাম’ হামলা শুরু করার কথা জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে তেল আবিব।

এক বিবৃতিতে কাৎজ জানান, ইরানের ওপর আগাম হামলার পর ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অত্যাসন্ন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অ্যামেরিকার এক কর্মকর্তা সিএনএনকে জানান, ইরানের ওপর ইসরায়েলের হামলায় অ্যামেরিকার কোনো সংশ্লিষ্টতা বা সহায়তা নেই।

অন্যদিকে ইসরায়েলি এক কর্মকর্তার ভাষ্য, হামলার আগে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, পরবর্তী নোটিশের আগ পর্যন্ত বন্ধ থাকবে ইসরায়েলের আকাশসীমা।

ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা নুর নিউজ জানায়, দেশটির রাজধানী তেহরানের উত্তরপূর্বাঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যামেরিকার দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

ওয়াশিংটন হামলায় সহায়তা করেনি জানিয়ে এ দুই কর্মকর্তা বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, দেশটি ইরানের বেশ কিছু পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ওই কর্মকর্তার দাবি, কয়েক দিনের মধ্যে ১৫টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট সরঞ্জাম মজুত রেখেছে ইরানে।