আক্রান্তরা অপরাধীর পূর্বপরিচিত কিনা সে ব্যপারেও কোন তথ্য পাওয়া যায়নি।
স্যান হোসে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১১ মিনিটে অভিযুক্ত ওই ব্যক্তি একজনকে ছুরিকাঘাত করে তার গাড়ি ছিনিয়ে নেয়। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত ব্যক্তি এরপর আক্রান্তের গাড়ি নিয়ে একটি শপিং মলে যায়। সেখানে সে আরেকটি গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। দ্বিতীয় গাড়িতে থাকা ড্রাইভারকেও সে ছুরিকাঘাতে জখম করে। তাকেও গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর পালিয়ে যাওয়ার সময় পার্কিংয়ে এক পথচারীকে আহত করে অভিযুক্ত ব্যক্তি।
অভিযুক্ত ব্যক্তিকে এর কিছুক্ষণ পর একটি চৌরাস্তার মোড়ে দেখা যায়। যেখানে সে ইচ্ছাকৃতভাবে দুইজন পথচারীকে গাড়িচাপায় হত্যা করে।
ওই ব্যক্তি শেষ ঘটনাটা ঘটায় সাড়ে ৪টার দিকে। স্যান হোসের মিলপিটাস এলাকায় আরেকটি শপিংমলের পার্কিং লটে ছুরিকাঘাতে আরেকজনকে হত্যা করে।
এর পর ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে পাশের একটি এলাকায় খুঁজে পায় ও আটক করে।