খাদ্যশস্য পেতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব

টিবিএন ডেস্ক

জুলাই ১৩ ২০২৩, ২০:৩৪

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব। ছবি: সংগৃহীত

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব। ছবি: সংগৃহীত

  • 0

রাশিয়ার একটি ব্যাংককে সুইফটে যুক্ত করার বিনিময়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্ল্যাক সি শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছে জাতিসংঘ।

বিশ্বস্ত সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস পুতিনকে রাশিয়ার এগ্রিকালচার ব্যাংক- রোসেলখোজব্যাংককে সুইফট আন্তর্জাতিক পেমেন্টের সঙ্গে ফের যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। বিনিময়ে ইউক্রেইন থেকে নিরাপদে ও বাধাহীনভাবে ব্ল্যাক সি দিয়ে শস্য রপ্তানির অনুমতি সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়াতে হবে মস্কোকে।

ব্ল্যাক সি ইনিশিয়েটিভ চুক্তির শর্ত পালনে ব্যর্থতা ও শর্ত লঙ্ঘনের অভিযোগে গত সোমবার পশ্চিমা বিশ্বের সঙ্গে চুক্তিটি বাতিলের হুমকি দেয় রাশিয়া। চুক্তি অনুযায়ী, রাশিয়াও বিদেশে নিজ দেশের শস্য ও সার রপ্তানি করতে পারবে। তবে ইইউ-এর নিষেধাজ্ঞার কারণে চুক্তির বেশ কয়েকটি ধারা পূরণ হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জাতিসংঘ-সহায়তাকারীদের মাধ্যমে ইইউকে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দিয়েছিল মস্কো। এর পরিপ্রেক্ষিতে ইইউ একটি অনুমোদিত রাশিয়ান ব্যাংককে সুইফট গ্লোবাল ফিনান্সিয়াল নেটওয়ার্কে ফের যুক্ত করার কথা বিবেচনা করছে।

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে ইউক্রেইনকে সমর্থন জানানো ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করায় সুইফট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রোসেলখোজব্যাংক।

মস্কো গত সপ্তাহে জানিয়েছে, শস্য চুক্তিটিতে রাশিয়ার কোনো লাভ না থাকলে তা আর দীর্ঘায়িত করার ‘কোনো ভিত্তি’ নেই। রাশিয়াকে দেয়া প্রতিশ্রুতি ইইউ রাখেনি বলে অভিযোগ করে বলা হয়, তারা চুক্তির মূল লক্ষ্য পালনে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘের একজন মুখপাত্র বুধবার বলেন, রাশিয়ার খাবার ও সার রপ্তানি আরও সহজ করার জন্য ও ইউক্রেইনের শস্য ব্ল্যাক সি দিয়ে রপ্তানি অব্যাহত রাখতে পুতিনের কাছে চিঠি পাঠিয়েছেন গুটেরেস।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল লক্ষ্য রাশিয়ান এগ্রিকালচার ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেনকে প্রভাবিত করে এমন প্রতিবন্ধকতাগুলো সরিয়ে দেয়া। রাশিয়ান ফেডারেশন তাদের ব্যাংকের কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে ব্ল্যাক সি দিয়ে ইউক্রেইনের শস্য রপ্তানির অব্যাহত রাখতে রাশিয়ার অনুমতি পাওয়া জরুরি।’

পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার শস্য চুক্তিতে মধ্যস্থতা করেছিল জাতিসংঘ ও তুর্কিয়ে। রাশিয়া ২০২২ সালের জুলাই মাসে চুক্তিতে সই করে, যার মেয়াদ চলতি বছরের ১৮ জুলাই শেষ হয়ে যাবে।


0 মন্তব্য

মন্তব্য করুন