পতাকা পোড়ানো নিয়ে সুপ্রিম কোর্টের বিপরীতে ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫ ২০২৫, ২৩:০৬ হালনাগাদ: নভেম্বর ২ ২০২৫, ২২:৫৪

পতাকা পোড়ানোকে বৈধ রাজনৈতিক অভিব্যক্তি স্বীকৃতি দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি। ছবি: এপি

পতাকা পোড়ানোকে বৈধ রাজনৈতিক অভিব্যক্তি স্বীকৃতি দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি। ছবি: এপি

  • 0

রিপাবলিকান রাষ্ট্রপ্রধান সোমবার এমন একটি নির্বাহী আদেশে সই করেন, যার মধ্য দিয়ে পতাকা পোড়ানো ব্যক্তিকে নিয়ে তদন্তের পাশাপাশি তাকে বিচারের আওতায় আনতে পারবে জাস্টিস ডিপার্টমেন্ট।

অ্যামেরিকার পতাকা পোড়ানোকে সংবিধানে সুরক্ষিত বৈধ রাজনৈতিক অভিব্যক্তি হিসেবে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, তবে সর্বোচ্চ আদালতের এ অবস্থানের বিপরীতে রয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপির বরাতে এবিসি নিউজ জানায়, রিপাবলিকান রাষ্ট্রপ্রধান সোমবার এমন একটি নির্বাহী আদেশে সই করেন, যার মধ্য দিয়ে পতাকা পোড়ানো ব্যক্তিকে নিয়ে তদন্তের পাশাপাশি তাকে বিচারের আওতায় আনতে পারবে জাস্টিস ডিপার্টমেন্ট।

ওভাল অফিসে সই করা আদেশে টেক্সাসের ১৯৮৯ সালের মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ৫-৪ আদেশের বিষয়টি স্বীকার করা হয়।

এতে বলা হয়, আদালতের ওই আদেশ সত্ত্বেও ‘আসন্ন বেআইনি কর্মকাণ্ড উসকে দেওয়া’র শঙ্কা কিংবা উসকানিমূলক শব্দ ব্যবহারের সমতুল্য হলে পতাকা পোড়ানোর ঘটনার বিচারের সুযোগ রয়েছে।

পতাকা পোড়ানোকে বৈধ রাজনৈতিক অভিব্যক্তি স্বীকৃতি দিয়ে যে পাঁচজন রায় দেন, তাদের মধ্যে রয়েছেন প্রয়াত বিচারপতি অ্যান্টোনিন স্ক্যালিয়া। বিভিন্ন সময়ে রক্ষণশীল এ বিচারকের প্রশংসা করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট সোমবার বলেন, অ্যামেরিকার পতাকা পোড়ানো এমন পর্যায়ে দাঙ্গার উসকানি দেয়, যা আগে দেখা যায়নি।

তার ভাষ্য, কিছু মানুষ উন্মত্ত হয়ে পতাকা পোড়ান। অন্যরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।