ব্রুকলিনে অ্যাপার্টমেন্টে আগুন, দুজনের প্রাণহানি

টিবিএন ডেস্ক

মে ৯ ২০২৩, ১৭:৪৪

ভয়াবহ আগুনে প্রাণ হারান এক নারী ও এক কিশোরী। ছবি: এবিসি সেভেন

ভয়াবহ আগুনে প্রাণ হারান এক নারী ও এক কিশোরী। ছবি: এবিসি সেভেন

  • 0

নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তিন শিশু-কিশোরী।

কর্মকর্তাদের বরাতে এবিসি সেভেন জানায়, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ফাউন্টেইন অ্যাভিনিউয়ের ভবনটিতে আগুন লাগে। ঘটনাস্থলে প্রাণ হারান এক নারী। পরে হাসপাতালে ১৭ বছর বয়সী এক কিশোরী মারা যায়। আহত আরও দুই মেয়ে এবং এক ছেলেকে গুরুতর অবস্থায় ব্রুকডেল হাসপাতালে ভর্তি রয়েছে। 

এ ঘটনায় অন্য একজনকেও স্থানীয় হাসপাতালে নেয়া হয়; তিনি শঙ্কামুক্ত। 

ফায়ার-ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় তলার জানালা দিয়ে আগুনের শিখা বের হতে দেখেন। এফডিএনওয়াইয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ চক ডাউনি বলেন, ‘সামনের দরজায় ভয়াবহ আগুন লাগার পর তা সিঁড়ি দিয়ে দ্বিতীয় ও তৃতীয় তলার অ্যাপার্টমেন্ট পর্যন্ত ছড়িয়ে যায়। সামনের জানালা দিয়েও বেরিয়ে আসে আগুনের শিখা।’

আগুন নিয়ন্ত্রণে ৬০ জন ফায়ারফাইটার অংশ নেন। তাদের মধ্যে একজন সামান্য আঘাত পেয়ে চিকিৎসা নিয়েছেন। 

ডাউনি বলেন, ‘রাতের বেলায় আগুন লাগার পর একটি পুরো পরিবারকে এ রকম অবস্থায় দেখতে পাওয়া ... খুব কষ্টকর।’

আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।


0 মন্তব্য

মন্তব্য করুন