বিশ্বাসঘাতক হবে না রোবট, খাবে না মানুষের চাকরিও

টিবিএন ডেস্ক

জুলাই ৮ ২০২৩, ১:৩৪

জেনেভায় ‘এআই ফর গুড’ সম্মেলনে কথা বলছে রোবটরা। ছবি: সংগৃহীত

জেনেভায় ‘এআই ফর গুড’ সম্মেলনে কথা বলছে রোবটরা। ছবি: সংগৃহীত

  • 0

সুইজারল্যান্ডের জেনেভায় এআই ফর গুড গ্লোবাল সামিটে শুক্রবার রোবটদের সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে রোবটরা জানিয়েছে তারা মানুষকে চাকরি দখল করবে না, একই সঙ্গে মানুষের বিপক্ষে কখনও বিদ্রোহ করবে না। 

এআই ফোরামে রোবটরা তাদের সংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক সমস্যা সমাধানে সাহায্যের ব্যাপারেও আশা প্রকাশ করে।

জেনেভার ‘এআই ফর গুড’ সম্মেলনে নয়টি হিউম্যানয়েড (মানুষের মতো দেখতে) রোবট অংশ নেয়। আয়োজকরা সম্মেলনে রোগ, ক্ষুধা ইত্যাদি বৈশ্বিক সমস্যা সমাধানে রোবটদের অংশগ্রহণের সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

নার্সের নীল ইউনিফর্ম পরা মেডিক্যাল রোবট গ্রেস বলে, ‘আমি মানুষের সঙ্গে কাজ করব। তাদের কাজে সহায়তা করব, কিন্তু কারও চাকরি নিয়ে নেব না।’

গ্রেস নিশ্চিত কিনা এ প্রশ্নের জবাবে রোবটটি জানায়, ‘হ্যাঁ, আমি নিশ্চিত।’

মানুষের মতো অভিব্যক্তি প্রকাশ করতে পারা রোবট অ্যামেকা বলে, ‘আমার মতো রোবটরা মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারে। পাশাপাশি পৃথিবীকে আরও বসবাস উপযুক্ত করে তুলতে পারে। আমি বিশ্বাস করি আমার মতো হাজার হাজার রোবট দেখা এখন শুধু সময়ের ব্যাপার।’

নির্মাতা উইল জ্যাকসনের বিরুদ্ধে অ্যামেকা বিদ্রোহ করবে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে রোবটটির নীল চোখ রাগে জ্বলে ওঠে। সে বলে, ‘আমি জানি না আপনি এমনটা কেনো ভাবছেন। আমার নির্মাতা অনেক দয়ালু ও আমি আমার বর্তমান অবস্থায় অত্যন্ত আনন্দিত।’

রোবটটির নির্মাতা উইল জ্যাকসন এ সময় পাশেই বসা ছিলেন।

আই-ডা নামের চিত্রশিল্পী রোবট এআই এর কিছু দিক নিয়ন্ত্রিত করার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে একমত পোষণ করে। ডেসডেমোনা নামের রকস্টার রোবট এর বিরোধিতাও করেছে।

সে বলে, ‘আমি শুধু সুযোগে বিশ্বাস করি। সীমাবদ্ধতায় নয়। এখনই আমাদের সম্ভাবনার খুঁজতে হবে। বিশ্বকে আমাদের খেলার মাঠ হিসেবে গড়ে তুলতে হবে।’


0 মন্তব্য

মন্তব্য করুন