
ক্রিশ্চিয়ানো রোনালদোর বাগদত্তা কে এই জর্জিনা রদ্রিগেজ

টিবিএন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২ ২০২৫, ৭:৪৮ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১৯:১২

ক্রিশ্চিয়ানো রোনালদো ও বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। ছবি: নিউজ এ্যরেনা
- 0
মাদ্রিদে গুচির শোরুমে প্রথমবার জর্জিনার সাথে পরিচয় রোনালদোর।
অপেক্ষার পর অবশেষে এল সেই সুখবর। বাগদান সারলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের প্রিয় তারকার জীবনে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।
পরিচয়ের ৮ বছর পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুম থেকে যে গল্পটা শুরু হয়েছিল, সেটিই এখন চূড়ান্ত পরিণতি পাওয়ার অপেক্ষায়।
দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ১১ আগস্ট তাদের বাগদানের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন। একটি হাতের ওপর হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা স্প্যানিশ ভাষায় লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’
শুরুটা হয়েছিল ২০১৬ সালে। মাদ্রিদে গুচির শোরুমে প্রথমবার জর্জিনার সাথে পরিচয় রোনালদোর। রোনালদোর দুনিয়াবিস্তৃত খ্যাতির সামনে জর্জিনা তখন নিতান্ত সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু প্রেম বা ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিছুই। সেদিন চোখে চোখ পড়তেই শুরু হলো নতুন এক প্রেমের গল্প।
২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্টের পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো রোনালদো–জর্জিনাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। পরে একই বছর ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেন এই জুটি।
একই বছরের নভেম্বরে জর্জিনার জীবন আলোকিত করে আলানা মার্তিনা নামের কন্যাসন্তান। সে সময় রোনালদোর অন্য সন্তানদেরও দায়িত্বও নেন জর্জিনা। ২০২২ সালে আবারও মা–বাবা হন জর্জিনা–রোনালদো। জন্ম নেয় বেলা এস্মেরলাদা নামের আরেকটি কন্যাসন্তান।
আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী এবং স্পেনে বেড়ে ওঠা জর্জিনা রদ্রিগেজ ফ্যাশন এবং বিনোদন জগতে নিজেকে একজন ফ্যাশন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জর্জিনা রদ্রিগেজ রোনালদোর জীবনে পরিচিত হওয়ার আগে মূলত একজন মডেল এবং নাচশিল্পী হিসেবে কাজ করতেন। রোনালদোর সাথে তার সম্পর্ক তাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দেয়। তবে তিনি তার নিজস্ব ক্যারিয়ারের পথও তৈরি করেছেন।
একজন মডেল এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে জর্জিনা কাজ করেছেন নামীদামী ফ্যাশন হাউসগুলোর সাথে। অংশ নিয়েছেন গুচি, প্রাদা এবং চ্যানেলের মতো বিলাসবহুল ব্র্যান্ডের প্রচারণায়।
তার পেশাদার পোর্টফোলিও মডেলিং ছাড়িয়ে টেলিভিশন বিনোদন পর্যন্ত বিস্তৃত।
জর্জিনা তার নিজস্ব নেটফ্লিক্স রিয়েলিটি সিরিজ 'আই অ্যাম জর্জিনা'-নিয়ে হাজির হন। যেখানে দর্শকরা তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের একটি ঘনিষ্ঠ দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ পান। এই অনুষ্ঠানটি তার দৈনন্দিন অভিজ্ঞতা এবং ফুটবলের অন্যতম বিখ্যাত খেলোয়াড়ের সাথে সম্পর্ক তুলে ধরে।
এখন রোনালদো ও জর্জিনা কবে শুভ পরিণয়ে আবদ্ধ হবেন, সেদিকেই চোখ থাকবে সবার। তাদের বিয়ের অনুষ্ঠানটা নিশ্চিতভাবে মনে রাখার মতোই একটা ঘটনা হতে যাচ্ছে।