মেয়র হওয়ার দৌড়ে থাকছেন কুওমো

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪ ২০২৫, ২১:০৪ হালনাগাদ: ডিসেম্বর ১০ ২০২৫, ১০:০৩

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের দুই প্রার্থী অ্যানড্রু কুওমো ও জোরান মামদানি। ছবি: সিএনএন

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের দুই প্রার্থী অ্যানড্রু কুওমো ও জোরান মামদানি। ছবি: সিএনএন

  • 0

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার পোস্ট করা ভিডিওতে কুওমো বলেন, ‘আমাদের নগর রক্ষার লড়াই শেষ হয়নি…সাধারণ নির্বাচন নভেম্বরে এবং জয়ের জন্য আমি এতে আছি।’

নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার দৌড়ে সক্রিয়ভাবে থাকার ঘোষণা সোমবার দিয়েছেন স্টেইটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো, তবে নভেম্বরে চূড়ান্ত ভোটের আগে সেপ্টেম্বরে প্রস্তাবিত একটি ভোটের ফল মেনে নেওয়ার অঙ্গীকার পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এবিসি নিউজের খবরে বলা হয়, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানির বিরোধীদের মধ্যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সেটা যাচাইয়ে ভোটাভুটি হবে। এতে শীর্ষে থাকা প্রতিদ্বন্দ্বী বাদে বাকিরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার পোস্ট করা ভিডিওতে কুওমো বলেন, ‘আমাদের নগর রক্ষার লড়াই শেষ হয়নি…সাধারণ নির্বাচন নভেম্বরে এবং জয়ের জন্য আমি এতে আছি।’

ভিডিওতে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে হেরে যাওয়ার বিষয়টি স্বীকার করে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

কুওমো তার দাদার একটি উক্তিকে উদ্ধৃত করে জানান, প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লে তা থেকে শিক্ষা নিতে হয় এবং নিজেকে প্রস্তুত করে খেলায় ফিরতে হয়। তিনি তাই করতে যাচ্ছেন।

ওই সময় ডেমোক্র্যাট প্রতিপক্ষের সমালোচনা করে অ্যান্ড্রু কুওমো বলেন, মামদানি চটকদার স্লোগান দিলেও কোনো বাস্তব সমাধান দিচ্ছেন না।

নিউ ইয়র্ক সিটির ভোটারদের উদ্দেশে তিনি বলেন, প্রতিদিনই সড়কে নেমে ভোটারদের কাছ থেকে ভালো-মন্দ এবং সমস্যার কথা শুনছেন তিনি। আগামী কয়েক মাস তাদের ভোট অর্জন করে নেওয়া তার দায়িত্ব।