অভিবাসীদের বিতাড়নে ট্রাম্পকে আহ্বান জানিয়ে আঙিনায় সাইনবোর্ড

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২ ২০২৫, ০:০৮ হালনাগাদ: নভেম্বর ২৯ ২০২৫, ০:১২

পিট কাউন্টির গ্রিফটন এলাকার বাড়িতে সাইনবোর্ড বসিয়েছেন ডগলাস ডাইট্রিচ নামের এক ব্যক্তি। ছবি:  ডব্লিউআইটিএন

পিট কাউন্টির গ্রিফটন এলাকার বাড়িতে সাইনবোর্ড বসিয়েছেন ডগলাস ডাইট্রিচ নামের এক ব্যক্তি। ছবি: ডব্লিউআইটিএন

  • 0

গারফিয়াস জানান, ডাইট্রিচের সাইনবোর্ডের পেছনে বর্ণবাদ কাজ করেছে।

বাড়ির আঙিনায় সাইনবোর্ড বসিয়ে আশপাশের অভিবাসীদের বিতাড়নের আহ্বান জানাচ্ছেন হিস্পানিক মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশে বসবাস করা নর্থ ক্যারোলাইনার এক ব্যক্তি।

এনবিসি নিউজ বৃহস্পতিবার জানায়, পিট কাউন্টির গ্রিফটন এলাকার বাড়িতে সাইনবোর্ড বসিয়েছেন ডগলাস ডাইট্রিচ নামের ওই ব্যক্তি।

তিনি লিখেন, ‘দেয়াল নির্মাণ করুন/তাদের সবাইকে বিতাড়ন করুন/ট্রাম্প, আমার আশপাশ থেকে শুরু করুন।’

এ সাইনবোর্ড স্থাপন নিয়ে প্রথম খবর প্রকাশ করে ডব্লিউআইটিএন।

‘মাঙ্কিজ গ্যারেজ’ নামের গাড়ি, বিমান ও নৌযান মেরামত প্রতিষ্ঠানের পাশেই থাকেন ডাইট্রিচ। প্রতিষ্ঠানটির মালিক এনরিকে গারফিয়াস।

ডব্লিউআইটিএন জানায়, গারফিয়াস বৈধভাবে অ্যামেরিকার নাগরিকত্ব নিয়েছেন বলে জানিয়েছেন। সাইনবোর্ডটিকে আপত্তিকর মনে করছেন তিনি।

এ ব্যবসায়ীর অভিযোগ, সাইনবোর্ডটি তাকে লক্ষ্য করে বসানো হয়েছে।

গারফিয়াস জানান, ডাইট্রিচের সাইনবোর্ডের পেছনে বর্ণবাদ কাজ করেছে।

তার অভিযোগ, হিস্পানিক লোকজনের সঙ্গে শুধু সমস্যাই নয়, তাদের লক্ষ্যবস্তুও বানান ডাইট্রিচ। কারণ তিনি মনে করেন, হিস্পানিকদের সঙ্গে এমনটা করা যায়।

গারফিয়াস আরও বলেন, ‘এরই মধ্যে অনেক ঘৃণা ছড়ানো হয়ে গেছে। আমি তাকে (ডাইট্রিচ) ঘৃণা করি না।’

এ অভিবাসীর ভাষ্য, ডাইট্রিচ মনে করছেন, তিনি ঠিক, কিন্তু লোকজন তার কর্মকাণ্ড সমর্থন করছেন না।