আদালতে সাজা ঘোষণার কিছুক্ষণ আগে মৃত্যু হত্যা মামলার আসামির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮ ২০২৫, ২৩:৫৯

হিউস্টনের ক্রিমিনাল জাস্টিস সেন্টারের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

হিউস্টনের ক্রিমিনাল জাস্টিস সেন্টারের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

৩৯ বছর বয়সী জেমস পল অ্যান্ডারসন ২০২৩ সালে সংঘটিত হত্যা মামলার আসামি ছিলেন।

স্ত্রীকে গুলি করে হত্যা মামলায় রায় ঘোষণার কিছুক্ষণ আগে আদালতে মৃত্যু হয়েছে টেক্সাসের সাবেক এক শিক্ষকের।

৩৯ বছর বয়সী জেমস পল অ্যান্ডারসন ২০২৩ সালে সংঘটিত হত্যা মামলার আসামি ছিলেন।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, শুক্রবার হিউস্টনের ক্রিমিনাল জাস্টিস সেন্টারে নেওয়া হয় অ্যান্ডারসনকে। এর পরপরই তার স্বাস্থ্যের অবনতি হয়।

অপরাধ স্বীকারের চুক্তি অনুযায়ী, ৩৪ বছর বয়সী ভিক্টোরিয়া অ্যান্ডারসনকে হত্যার ঘটনায় ৩৫বছরের সাজা হওয়ার কথা ছিল জেমস অ্যান্ডারসনের।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যম কেএইচওইউকে জানান, আদালতে অল্প সময়ের জন্য আইনজীবীর সঙ্গে কথা বলেন অ্যান্ডারসন। এরপর একান্ত মুহূর্ত কাটানোর অনুরোধ করেন তিনি। ফিরে আসার পর তিনি একটি বস্তু ছুড়ে ফেলে বাজেভাবে বমি হতে থাকে তার।

হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, অ্যান্ডারসনের অবস্থা দেখে ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএসকে খবর দেওয়া হয়। এর আগে আদালতের দায়িত্বরত এক কর্মী তার দেহে ন্যালোক্সোন ইনজেকশন পুশ করেন।

অ্যাটর্নির অফিস আরও জানায়, হিউস্টন ফায়ার সার্ভিস আসামিকে নিয়ে যায় বেন টব হসপিটালে, যেখানে বেলা ১১টা ৫ মিনিটে তাকে মৃত বলে জানানো হয়।

একাধিক সূত্র কেএইচওইউকে জানায়, অ্যান্ডারসন যে বস্তুটি ছুড়ে ফেলেন, সেটি খতিয়ে দেখেন আইনজীবী। এটি ছিল ক্রিস্টালের মতো পদার্থ, যেটি ক্রিস্টাল মেথ বলে মনে করা হচ্ছে।

ন্যালোক্সোন পুশ করার সময় অ্যান্ডারসন কোনো ড্রাগ নিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। তার মৃত্যুর কারণ তদন্তে ময়নাতদন্ত হবে।