অলিম্পিকসে আমন্ত্রণ পেল না রাশিয়া ও বেলারুশ

টিবিএন ডেস্ক

জুলাই ২৬ ২০২৩, ২০:৪২

অলিম্পিকসের ৩৩তম গ্রীষ্মকালীন আসরের আয়োজক ফ্রান্সের প্যারিস। ছবি: আইওসি

অলিম্পিকসের ৩৩তম গ্রীষ্মকালীন আসরের আয়োজক ফ্রান্সের প্যারিস। ছবি: আইওসি

  • 0

প্যারিসে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকস শুরু হচ্ছে ২৬ জুলাই। এক বছরের কাউন্টডাউন শুরু হওয়ার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) প্রধান টমাস বাখ অংশগ্রহণে ইচ্ছুক দেশগুলোর কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। রাশিয়া ও বেলারুশ আমন্ত্রণ পায়নি।

বাখ গত সপ্তাহে বলেছিলেন যে ইউক্রেইন আক্রমণের কারণে রাশিয়া বা তার মিত্র বেলারুশকে দল হিসাবে আমন্ত্রণ জানানো হবে না।

তবে, আইওসি রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের জন্য ২০২৪ সালের গেমসে নিরপেক্ষ বা ব্যক্তিগতভাবে অংশ নেয়ার দরজা খোলা রেখেছে।

বাখ অলিম্পিকসের এক বছর কাউন্টডাউন উপলক্ষ্যে ফ্রান্সের রাজধানীতে তিন দিনের সফরে রয়েছেন।

সেখানে বাখ বলেন, ‘অলিম্পিক চার্টার অনু্যায়ী ৩৩ তম অলিম্পিয়াড গেমস উদযাপনে বিশ্বের সমস্ত ক্রীড়াবিদকে প্যারিসে একত্রিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজ এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি স্মরণীয় করে রাখা আমার জন্য অত্যন্ত সম্মান ও আনন্দের।’

বাখ এও বলেন যে, তিনি মঙ্গলবার অলিম্পিকস ভিলেজ নির্মাণস্থল পরিদর্শন করার পরে নিশ্চিত হয়েছেন যে অ্যাথলিটরা খুব খুশি হবেন।

রাশিয়া ও বেলারুশের পাশাপাশি মধ্য অ্যামেরিকার দেশ গুয়াতেমালাকেও আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে জাতীয় অলিম্পিক কমিটির স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপের কারণে দেশটির সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন