ফুটবলকে বিদায় জানালেন বুফন

টিবিএন ডেস্ক

আগস্ট ২ ২০২৩, ১৬:০০

বিশ্বকাপজয়ী গোলরক্ষক জানলুইজি বুফন। ফাইল ছবি

বিশ্বকাপজয়ী গোলরক্ষক জানলুইজি বুফন। ফাইল ছবি

  • 0

দীর্ঘ ২৮ বছর পর ফুটবলকে বিদায় জানালেন ইটালির বিশ্বকাপজয়ী গোলকিপার জানলুইজি বুফন। নিজের সোশ্যাল মিডিয়ায় বুধবার অবসরের ঘোষণা দেন ৪৫ বছর বয়সী এই তারকা।

এক এক্স বার্তায় বুফন লেখেন, ‘এটাই সব জনগণ। আপনারা আমাকে সব দিয়েছেন। আমিও আপনাদের সবটুকু দিয়েছি। যা করার আমরা একসঙ্গেই করেছি।’

বুফনের অবসর নিয়ে ইটালির জাতীয় দল এক্সে লিখেছে, ‘আমাদের নাম্বার ওয়ান, আপনাকে ধন্যবাদ। গ্রাৎজি, জিজি!’

সেরি এ লিখেছে, ‘ফুটবলে ইতিহাস থাকলে জিজি বুফনও থাকবেন। একটি রূপকথার ক্যারিয়ার শুরু হয়েছিল যা শেষ হলো।’

ইউভেন্তাস লিখেছে, ‘একজন কিংবদন্তি আজ তার গ্লাভস খুলে ফেললেন। আপনার গোল ঠেকানো, আপনার হাসি এবং আপনার চরিত্র চিরকাল মনে থাকবে।’

বুফনকে লেখা এক চিঠিতে তুরিনের ক্লাবটি লিখেছে, ‘যেদিন সুন্দর খেলাটি তার এক নম্বর শ্রেষ্ঠত্বকে বিদায় জানায় সেই দিনে ফুটবল সম্পর্কে কথা বলাটা অবিশ্বাস্যভাবে কঠিন… আপনি কেবল সেরা ছিলেন না; আপনি ছিলেন তার চেয়েও বেশি কিছু।'

পারমার সভাপতি কাইল ক্রাউস বলেন, ‘বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ছিলেন অতুলনীয়, জিজি অতুলনীয় দক্ষতা, নিরলস সংকল্প এবং মাঠের বাইরে অটল আবেগ প্রদর্শন করেছেন।’

মাত্র ১৭ বছর বয়সে, ১৯৯৫ সালে ইটালির সেরি আর ক্লাব পারমার হয়ে ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০০১ সালে তখনকার বিশ্বরেকর্ড ফি ৫২ মিলিয়ন ইউরোতে যোগ দেন ইটালিয়ান ফুটবলের জায়ান্ট ইউভেন্তাসে। টানা ১৯ মৌসুম ইউভেতে খেলার পর ক্যারিয়ারের সায়াহ্নে যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। এরপর আবারও ইউভেন্তাস ও সবশেষ পারমায় খেলে শেষ করেন ক্যারিয়ার।

বুফন সেরি আতে খেলেছেন ৬৫৭ ম্যাচ। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ১২৪টি এবং ইটালির জার্সিতে খেলেছেন ১৭৬টি ম্যাচ।

সৌদি আরবের সুপার লিগ থেকে খেলার অফার ফিরিয়ে দিয়েছেন বুফন।

দীর্ঘ ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ ছাড়া বুফন জিতেছেন প্রায় সব শিরোপা। ইটালি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, ইউভেন্তাস ও পিএসজির হয়ে লিগ শিরোপা ও লিগ কাপসহ ২৯টি ট্রফি উচিঁয়েছেন কিংবদন্তি এ কিপার।

ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর দৃষ্টিতে ২১ শতকের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন বুফন। ফিফপ্রো একাদশে জায়গা করে নিয়েছেন রেকর্ড ১১বার।