আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আর্থিক শর্ত বাড়াল কানাডা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬ ২০২৫, ১২:৩১ হালনাগাদ: সেপ্টেম্বর ২২ ২০২৫, ১১:০৩

পরিবারের সদস্যরা গেলে সদস্য সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় অর্থও বাড়বে। ছবি: ইউপি গ্রেড জিএসপি

পরিবারের সদস্যরা গেলে সদস্য সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় অর্থও বাড়বে। ছবি: ইউপি গ্রেড জিএসপি

  • 0

নতুন নিয়মের আওতায় যারা কানাডায় পড়াশোনা করতে চান, তাদের ব্যাংকে এখন আগের থেকে আরও বেশি অর্থ প্রদর্শন করতে হবে।

১ সেপ্টেম্বর থেকে, কানাডায় পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিট আবেদনের ক্ষেত্রে ব্যাংক আকাউন্টে বেশি টাকা দেখাতে হবে।

ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) একক আবেদনকারীর জন্য ন্যূনতম প্রমাণিত তহবিল ২,২৬০ কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১,৮০৮০০ টাকা) বাড়িয়ে মোট ২২,৮৯৫ কানাডিয়ান ডলার (বাংলাদেশি টাকায় ১৮,৩১,৬০০ টাকা) করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, নতুন নিয়মের আওতায় যারা কানাডায় পড়াশোনা করতে চান, তাদের ব্যাংকে এখন আগের থেকে আরও বেশি অর্থ প্রদর্শন করতে হবে।

১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া এই নিয়মের আওতায় ছাত্রের সাথে পরিবারের সদস্যরা গেলে সদস্য সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় অর্থও বাড়বে।

কানাডার কুইবেক শহরে পড়াশোনা করতে চাওয়া ছাত্রদের জন্য নতুন নিয়ম অনুযায়ী আলাদাভাবে কুইবেক ইমিগ্রেশন মিনিস্ট্রি (এমআইএফআই) এবং আইআরসিসির কাছে প্রমাণিত তহবিল দেখাতে হবে।

কানাডার আইআরসিসি ছাত্রদের আর্থিক যোগ্যতার প্রমাণ হিসেবে বিভিন্ন মাধ্যম গ্রহণ করে থাকে। যার মধ্যে রয়েছে টিউশন ও হাউজিং পেমেন্টের রসিদ, কানাডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট, গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট (জিআইসি), ছাত্র ঋণ, ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ড্রাফট, আর্থিক সহায়তার চিঠি এবং বৃত্তি।

ছাত্রদের অবশ্যই বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের মতো নির্দিষ্ট সব নিয়ম মেনে চলতে হবে।