টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের সময় চাপা পড়ে প্রাণ যায় ৩৮ বছর বয়সী এক নারীর। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন ওই নারীকে। ওই সময় তাদের চোখে পড়ে আবেগঘন দৃশ্যটি।
নিথর মায়ের দুই পাশে বাহুডোরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল ১০ বছর বয়সী যমজ দুই সন্তান। এ যেন একই দেহে বাঁধা তিন প্রাণ।
উদ্ধারকারীদের ধারণা, মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত দুই সন্তানকে দুর্যোগ থেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিলেন মা।
এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানায়, উত্তরাখণ্ডের চামোলি জেলার নন্দনগর এলাকায় বুধবার শুরু হয় ভারি বর্ষণ। এ থেকে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ওই নারী ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার ১৬ ঘণ্টা পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে অলৌকিকভাবে জীবিত অবস্থায় পান ভুক্তভোগী নারীর স্বামী কুনওয়ার সিংকে।
অন্যদিকে মা ও তার কোলে থাকা দুই সন্তান বিশাল ও বিকাশের মরদেহ একই সঙ্গে খুঁজে পান তারা।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুশকার সিং ধামির বরাতে সংবাদমধ্যমটি জানায়, প্রাকৃতিক এ দুর্যোগে প্রদেশের ১৪ জন মানুষ নিখোঁজ হন। এ ছাড়া ২০ জন আহত হন।
এ ঘটনায় ৩৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট ধ্বংস হয়েছে।