ডেভেনপোর্টে ভবনধসের এক সপ্তাহ পর ৩ মরদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১১:৫৪

ডেভেনপোর্টে একাংশ ধসে পড়া ভবন। ছবি: এপি

ডেভেনপোর্টে একাংশ ধসে পড়া ভবন। ছবি: এপি

  • 0

আইওয়া স্টেইটের ডেভেনপোর্ট সিটিতে ভবনের একাংশ ধসের ঘটনায় নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেভেনপোর্ট শহরের কর্মকর্তারা জানান, শনিবার ৪২ বছরের ব্রেন্ডেন কলভিন সিনিয়রের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রোববার উদ্ধার করা হয় ৫১ বছর বয়সী রায়ান হিচকক এবং ৬০ বছর বয়সী ড্যানিয়েল প্রিয়েনের দেহ।   

শহরের স্পোকসওমেন সারাহ ওট এ তথ্য নিশ্চিত করেছেন। 

কর্তৃপক্ষ জীবিতদের উদ্ধারে অভিযান বন্ধ করার একদিন পরে কলভিনের মরদেহ পাওয়া যায়। শহরের কর্মকর্তারা আগে থেকেই বলছিলেন, ভবন ধসের সময় কলভিন, হিচকক ও প্রিয়েনের বাসায় থাকার সম্ভাবনাই বেশি।

কর্তৃপক্ষ বলেছে, ভবনটিতে উদ্ধার অভিযান চালানো খুবই বিপজ্জনক হয়ে পড়েছে এবং পুরো ভবনটি ধসে পড়ার শংকা রয়েছে। 

ফায়ার চিফ মাইক কার্লস্টেন সাংবাদিকদে বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি ভবনের অবস্থার সঙ্গে মানিয়ে নিতে এবং আমাদের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে। বৈরী অবস্থার কারণে উদ্ধার অভিযানে দেরি হচ্ছে।’ 

আইওয়া স্টেইটের ডেভেনপোর্ট সিটির ওই ভবনটির একাংশ গত ২৮ মে ধসে পড়ে। 


0 মন্তব্য

মন্তব্য করুন