ব্রেয়না টেইলর হত্যা: দোষী পুলিশ কর্মকর্তার এক দিনের সাজার আবেদন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮ ২০২৫, ০:১৬

আফ্রিকান অ্যামেরিকান চিকিৎসাকর্মী ব্রেয়না টেইলর ও কেন্টাকির লুইভিল পুলিশের কর্মকর্তা ব্রেট হ্যানকিসন। ছবি: উইকিমিডিয়া কমন্স ও রয়টার্স

আফ্রিকান অ্যামেরিকান চিকিৎসাকর্মী ব্রেয়না টেইলর ও কেন্টাকির লুইভিল পুলিশের কর্মকর্তা ব্রেট হ্যানকিসন। ছবি: উইকিমিডিয়া কমন্স ও রয়টার্স

  • 0

অ্যামেরিকার আইন অনুযায়ী দোষী ওই পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

আফ্রিকান অ্যামেরিকান চিকিৎসাকর্মী ব্রেয়না টেইলর হত্যার ঘটনায় তার নাগরিক অধিকার লঙ্ঘনে দোষী সাব্যস্ত কেন্টাকির লুইভিল পুলিশের এক কর্মকর্তাকে মাত্র এক দিনের সাজা দিতে ফেডারেল বিচারকের কাছে আবেদন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট।

অ্যামেরিকার আইন অনুযায়ী দোষী ওই পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।

রয়টার্স জানায়, আদালতে বুধবার রাতে করা আবেদনে লুইভিলের পুলিশ কর্মকর্তা ব্রেট হ্যানকিসনের অপরাধকে লঘু করে দেখাতে চেয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের সিভিল রাইটস ডিভিশন।

এতে বলা হয়েছে, ব্রেয়নাকে গুলি করেননি হ্যানকিসন। তিনি অন্যভাবেও এ হত্যার জন্য দায়ী নন।

কৃষ্ণাঙ্গ নারী ব্রেয়না টেইলর ২০২০ সালে পুলিশের গুলিতে নিহত হন। পূর্ব অনুমতি ছাড়া পুলিশ সদস্যরা ব্রেয়নার বাড়িতে অভিযানে গেলে তার ছেলেবন্ধু লাইসেন্স করা অস্ত্র দিয়ে পুলিশের দিকে গুলি ছোড়েন। এর প্রতিক্রিয়ায় পুলিশ ফ্ল্যাটটিতে ২২ বার গুলি করে।

লুইভিলে ব্রেয়না এবং মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় অ্যামেরিকাজুড়ে কৃষ্ণাঙ্গদের জন্য ন্যায়বিচার আদায়ের বিক্ষোভ শুরু হয়।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় সিভিল রাইটস ডিভিশন ব্রেয়না ও ফ্লয়েড হত্যায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনে।