ম্যানহাটনে সাবওয়ে স্টেশনে নারী যাত্রীকে ঘুষি, অতঃপর..

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪ ২০২৫, ৬:৪১

নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনের ট্রেনে যাত্রারত নারী। ছবি: রয়টার্স

নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনের ট্রেনে যাত্রারত নারী। ছবি: রয়টার্স

  • 0

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও সন্দেহভাজন স্টেশনটির একই লিফটে ছিলেন। হঠাৎ ৭৩ বছর বয়সী ওই নারীর মুখে অনবরত ঘুষি মারতে শুরু করেন সন্দেহভাজন।

ম্যানহাটনে সাবওয়ে স্টেশনে এক নারী যাত্রীকে হঠাৎ উপর্যুপুরি ঘুষি মেরে আহত করেছে সন্দেহভাজন।

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সকালে ফোরটিনথ স্ট্রিট স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও সন্দেহভাজন স্টেশনটির একই লিফটে ছিলেন। হঠাৎ ৭৩ বছর বয়সী ওই নারীর মুখে অনবরত ঘুষি মারতে শুরু করেন সন্দেহভাজন। বেশ কয়েকবার আঘাত করার হামলাকারী পালিয়ে যান।

ঘটনার পরপর ভুক্তভোগীতে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কর্মরত চিকিৎসক তার সুস্থতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

এনওয়াইপিডি জানায়, সন্দেহভাজন কালো টুপি, চশমা ধূসর রঙের প্যান্ট, সুইটশার্ট ও গাঢ় ধূসর জ্যকেট পরিহিত ছিলেন। তার সঙ্গে কালো ব্যাকপ্যাক, কালো ব্যাগ ও একটি লাঠি ছিল।

হামলার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।