আইসের ধাওয়ার মুখে সড়ক দুর্ঘটনায় এক অভিবাসী নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭ ২০২৫, ৬:৪৪ হালনাগাদ: নভেম্বর ১৯ ২০২৫, ৮:৫৮

নিহত হোসে কাস্ত্রো-রিভেরা। ছবি: টিবিএন২৪

নিহত হোসে কাস্ত্রো-রিভেরা। ছবি: টিবিএন২৪

  • 0

পালানোর সময় হোসে কাস্ত্রো-রিভেরাকে একটি ২০০২ সালের ফোর্ড পিকআপ ট্রাক ধাক্কা দেয়, এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

অভিবাসন কর্মকর্তাদের কাছ থেকে পালানোর চেষ্টার সময মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় একজন অনিবন্ধিত অভিবাসী নিহত হয়েছেন। তথ্যটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

একজন ডিএইচএস মুখপাত্র জানান, বৃহস্পতিবার আইস কর্মকর্তারা অভিযান এর অংশ হিসেবে হোসে কাস্ত্রো-রিভেরা এবং তার সঙ্গে থাকা কয়েকজনকে একটি গাড়ি থামিয়ে আটক করেন। তবে এই অভিযানের বিস্তারিত তথ্য ডিএইচএস প্রকাশ করেনি।

ডিএইচএস ঘটনাস্থল সম্পর্কে কিছু জানায়নি। তবে ভার্জিনিয়া স্টেট পুলিশ জানায়, ঘটনাটি নরফোকের ইন্টারস্টেট ২৬৪ হাইওয়েতে স্থানীয় সকাল ১১টার দিকে ঘটে।

পুলিশ বলেছে, হোসে কাস্ত্রো-রিভেরাকে একটি ২০০২ সালের ফোর্ড পিকআপ ট্রাক ধাক্কা দেয়, এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেদনে অনুযায়ী নিহতের বয়স ২৪ বছর।

ডিএইচএস এর বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, কাস্ত্রো-রিভেরা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন। এসময় হাইওয়েতে দৌড়ে পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত হন। তবে তিনি কীভাবে বা কতটা প্রতিরোধ করেছিলেন, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।

আইসিই-এর এক কর্মকর্তা জানান, কাস্ত্রো-রিভেরাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে তাদের একজন তাকে সিপিআর দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, কাস্ত্রো-রিভেরা মারা যান।

ঘটনার পর গাড়ির অন্য যাত্রীদের বা ট্রাকচালকের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ভার্জিনিয়া স্টেট পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে কাস্ত্রো-রিভেরা আইসের ধাওয়া থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন।এসময় গাড়ি থেকে নেমে হাইওয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।