সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের গণ্ডগোলপূর্ণ অভিযানে ছাদ থেকে পড়ে আহত এক খামার শ্রমিক শনিবার মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।
স্বজনদের বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, ক্যামারিলো এলাকার একটি খামারে ১০ বছর ধরে কাজ করতেন ৫৭ বছর বয়সী জেইম অ্যালানিস।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আইসের অভিযানের সময় লুকিয়ে ছিলেন অ্যালানিস। এর একপর্যায়ে ছাদ থেকে পড়ে ঘাড়ে ফ্র্যাকচার হয় তার।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আগ্রাসীভাবে অভিবাসন আইন বাস্তবায়ন শুরুর পর আইসের অভিযানে প্রাণ হারানো প্রথম ব্যক্তি মনে করা হচ্ছে অ্যালানিসকে।
তার মৃত্যুর প্রতিক্রিয়ায় ইউনাইটেড ফার্ম ওয়ার্কার্স ইউনিয়ন এক বিৃবতিতে বলেছে, এ ধরনের সহিংস ও নিষ্ঠুর ফেডারেল কর্মকাণ্ড অ্যামেরিকান কমিউনিটিগুলোকে সন্ত্রস্ত করছে। একই সঙ্গে এগুলো অ্যামেরিকার খাদ্য সরবরাহ শৃঙ্খলকে ব্যাহত করার পাশাপাশি জীবনকে শঙ্কায় ফেলছে এবং পরিবারগুলোকে বিচ্ছিন্ন করছে।
ক্যামারিলোর খামারটিতে কাজ করা অ্যালানিস ও অন্যরা ইউনিয়নটির সদস্য নন।
ক্যালিফোর্নিয়ার ক্যামারিলো ও কারপিনটেরোর খামারগুলোতে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে বৃহস্পতিবার অভিযান চালায় আইস। গ্লাস হাউস ফার্মসের দুটি খামারে অভিযানের সময় অবৈধ অভিবাসী সন্দেহে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফেডারেল কর্মকর্তারা।
গ্লাস হাউস ফার্মসের দুটি খামারেই গাঁজা উৎপাদনের লাইসেন্স ছিল। ক্যামারিলোর খামারটিতে টমেটো, শসাও উৎপাদন করা হতো।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ওই অভিযানের সময় আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের একজন ছিলেন অ্যালানিস।
ক্যামারিলোর অভিযানে বাধা দেন বিপুলসংখ্যক প্রতিবাদকারী। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়।