দ্বিতীয় পাকিস্তানি নারী হিসেবে এভারেস্ট জয় করলেন নায়লা

টিবিএন ডেস্ক

মে ১৪ ২০২৩, ২৩:৩৮

একসঙ্গে নায়লা কিয়ানি ও সাজিদ আলী সাদাপাড়া। ছবি: নায়লা কিয়ানি'র ফেসবুক পেইয

একসঙ্গে নায়লা কিয়ানি ও সাজিদ আলী সাদাপাড়া। ছবি: নায়লা কিয়ানি'র ফেসবুক পেইয

  • 0

দ্বিতীয় পাকিস্তানি নারী হিসেবে রোববার বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছেন নায়লা কিয়ানি।

অন্যদিকে, প্রথম পাকিস্তানি হিসেবে পর্বতারোহী সাজিদ আলী সাদাপাড়া হাই-আলটিটিউড পোর্টার ও সম্পূরক অক্সিজেনের সহায়তা ছাড়াই মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন।

এই দুই পর্বতারোহী শনিবার সন্ধ্যায় বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয়ের অভিযান শুরু করেন।

আলপাইন ক্লাব অফ পাকিস্তানের সেক্রেটারি জেনারেল কারার হায়দ্রি জানান, কিয়ানি প্রথম পাকিস্তানি নারী পর্বতারোহী যিনি ৮,০০০ মিটারের বেশি চারটি শৃঙ্গে চড়েছেন এবং দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন।

এর আগে প্রথম পাকিস্তানি নারী হিসেবে ২০১৩ সালে এভারেস্ট জয় করেন সামিনা বেগ

এক টুইট বার্তায় কিয়ানিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘পর্বতারোহণের প্রতি তার আবেগ এবং আশ্চর্যজনক সাফল্য এই ধারণাটির জন্ম দেয় যে, আমাদের নারীরা যেকোনো কিছু অর্জনে সক্ষম। তাকে আমার আন্তরিক অভিনন্দন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা।’

কিয়ানি দুবাই-ভিত্তিক একটি ব্যাংকে কাজ করেন। পাশাপাশি তিনি একজন অপেশাদার বক্সার এবং দুই কন্যার জননী।


0 মন্তব্য

মন্তব্য করুন