ব্রিট বিলিয়ন অ্যাওয়ার্ড জিতল কুইন

টিবিএন ডেস্ক

জুলাই ২০ ২০২৩, ১৭:৪৯

ব্রিট বিলিয়ন অ্যাওয়ার্ড পেল কুইন। কার্টেসি ফটো

ব্রিট বিলিয়ন অ্যাওয়ার্ড পেল কুইন। কার্টেসি ফটো

  • 0

ব্রিটিশ ফোনোগ্র্যাফিক ইন্ডাস্ট্রির (বিপিআই) এক বিলিয়ন স্ট্রিমিংয়ের মাইলফলক অতিক্রম করায় ‘ব্রিট বিলিয়ন’ অ্যাওয়ার্ড জিতেছে ইংলিশ রক ব্যান্ড কুইন। ব্যান্ডের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান মে ও রজার টেইলর।

ব্যান্ডের গিটারিস্ট ও গীতিকার মে বলেন, ‘ব্রিট বিলিয়ন অ্যাওয়ার্ড দিয়ে কুইনকে সম্মানিত করায় আমরা আনন্দিত… আমরা ভক্তদের কাছে কৃতজ্ঞ যারা দীর্ঘ সময় ধরে পাশে ছিলেন এবং এখনও আমাদের সংগীত উপভোগ করে চলেছেন। রক অন বিপিআই।’

ব্যান্ডের ড্রামার টেইলর বলেন, ‘কুইনের পক্ষে ব্রিট বিলিয়ন অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি রোমাঞ্চিত। বৃটেইনে এক বিলিয়নেরও বেশি বার স্ট্রিম হওয়া সত্যিই অবিশ্বাস্য! আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সংগীত উপভোগ করেছেন। আমরা এখনও আছি, আশা করি আপনাদের আরও কিছুটা বিনোদন দিতে পারব।’

এ বিষয়ে বিপিআইয়ের প্রধান নির্বাহী জো টুইস্ট বলেন, ‘হাতেগোনা কয়েকটি ব্যান্ড বিশ্বজুড়ে ব্রিটিশ সংগীতকে জনপ্রিয় করতে কাজ করেছে। এর মধ্যে কুইন অন্যতম। তাদের গ্রেটেস্ট ক্ল্যাসিকগুলো এখন বৃটেইনে এক বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে…।’

কুইনের সবচেয়ে শোনা গানগুলোর মধ্যে অন্যতম, ‘অ্যানাদার ওয়ান বাইটস অফ দ্য ডাস্ট’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘ক্রেইজি লিটল থিং কলড লাভ’, ‘রেডিও গা গা’, ‘আন্ডার প্রেসার’, ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’, ‘লাভ অফ মাই লাইফ’ এবং ‘উই উইল রক ইউ।’

লাইন-আপ: ব্রায়ান মে, রজার টেইলর, জন ডেকন এবং ফ্রেডি মার্কারি।

কুইনের প্রথম অ্যালবামের নাম কুইন। মুক্তি পায় ১৯৭৩ সালের জুলাই মাসে। একই বছর বিপিআই প্রতিষ্ঠা করা হয়। ৫০ বছর পর ঠিক জুলাই মাসে বিপিআই-এর ব্রিট অ্যাওয়ার্ড পেল কুইন।

ব্রিট বিলিয়ন অ্যাওয়ার্ড ২০২৩ সালে দেয়া শুরু হয়। এ পর্যন্ত এই তালিকায় নাম লিখিয়েছে সুইডিশ ব্যান্ড আববা, ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে এবং অ্যামেরিকান সংগীতশিল্পী মারিয়া ক্যারি ও হুইটনি হাস্টন।


0 মন্তব্য

মন্তব্য করুন