ব্রুকলিনে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি-এনওয়াইসিএইচএর একটি ভবনের বাইরে ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
পরিবারের বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানিয়েছে, ওই ব্যক্তি তার ৯ বছর বয়সী মেয়েকে বিউটি সেলুনে নামিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণের মধ্যেই গুলিতে প্রাণ হারান তিনি।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ডেক্যালব অ্যাভিনিউ ও কেন্ট অ্যাভিনিউর কাছে ল্যাফায়েট গার্ডেনস পাবলিক হাউজিং কমপ্লেক্সের বাইরে ধড়ে গুলিবিদ্ধ হন জ্যাহশিম হুইটফিল্ড। ঘটনাস্থল থেকে কয়েক কদম দূরের একটি অবস্থানে গত বছর তিনজনের ওপর বন্দুক হামলা হয়, যাদের একজন নিহত হন।
গুলির খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা হুইটফিল্ডকে দ্রুত নিয়ে যান নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান ব্রুকলিন মেথডিস্ট হসপিটালে। সেখানে মৃত্যু হয় তার।
ভুক্তভোগীর খালা এনওয়াই ডেইলি নিউজকে জানান, হুইটফিল্ড তার মেয়েকে সেলুনে নামিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। ওই সময়ই বন্দুক হামলার ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, হুইটফিল্ড সময় কাটাচ্ছিলেন। তিনি মেয়ের কাজটি শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন।
এ আত্মীয় আরও জানান, ভুক্তভোগীর সাত বছর বয়সী আরেকটি মেয়ে আছে। দুজনকেই তিনি ভালোবাসতেন।
স্বজনরা জানান, সন্তান বাৎসল্য থাকা হুইটফিল্ড সংগীতের প্রতিও অনুরক্ত ছিলেন। তিনি পুরোনো দিনের গান শুনতে পছন্দ করতেন।
দাদি ইভেলিন জানান, গত মাসে ২৭ বছরে পা রেখেছিলেন হুইটফিল্ড।
খালা জানান, পরিবারকে সমর্থন দিতে বিভিন্ন বার ও নাইটক্লাবে কাজ করতেন এ তরুণ।