হঠাৎ উল্টে খাদে রিজার্ভ পুলিশের গাড়ি, অনেক হতাহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭ ২০২৫, ১১:১৬ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১১:১০

জম্মু-কাশ্মীরের উধামপুর জেলায় বৃহস্পতিবার দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেন স্থানীয়রা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

জম্মু-কাশ্মীরের উধামপুর জেলায় বৃহস্পতিবার দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেন স্থানীয়রা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

  • 0

জম্মু-কাশ্মীরের পার্বত্য অঞ্চলে দুর্ঘটনা নতুন নয়। এর জন্য পাহাড়ি সড়কের প্রকৃতি, বেপরোয়া গতি ও চালকের অবহেলা প্রধান কারণ বলে জানান ট্রাফিক কর্মকর্তারা।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উধামপুর জেলায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সিআরপিএফের তিন জওয়ান নিহত ও ১০ জন আহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পাহাড়ি অঞ্চলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় সিআরপিএফের গাড়িটি। এতে বেশ কয়েকজন হতাহত হন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ১০ জনকে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়।

জম্মু-কাশ্মীরের পার্বত্য অঞ্চলে দুর্ঘটনা নতুন নয়। এর জন্য পাহাড়ি সড়কের প্রকৃতি, বেপরোয়া গতি ও চালকের অবহেলা প্রধান কারণ বলে জানান ট্রাফিক কর্মকর্তারা।