আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন বর্তমান নগরপিতা এরিক অ্যাডামস।
নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় আগে নগরের ইস্ট হারলেমে এক অনুষ্ঠানে সাবেক গভর্নরকে আনুষ্ঠানিক এ সমর্থনের কথা জানান তিনি।
এ ঘোষণার আগে কুওমোকে আলিঙ্গন করেন অ্যাডামস।
সমর্থনের বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, কখনও কখনও ‘ভাইদের মধ্যে লড়াই হয়’।
তিনি বলেন, কুওমোর সঙ্গে মিলে নির্বাচনি প্রচার চালানোর এখনই সময়।
অ্যাডামসের ভাষ্য, সময় এসেছে পরিবারের জন্য লড়াইয়ের। নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র হিসেবে কুওমোকে সঙ্গে নিয়ে পরিবারের জন্য লড়াই করতে চান তিনি।
কয়েকটি জরিপে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়রের অনেক পিছিয়ে থাকার পর গত মাসে পুনর্নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ান এরিক অ্যাডামস।
গুরুত্বপূর্ণ এ নির্বাচনের শেষের দিকে এসে সমর্থনের জন্য অ্যাডামসকে ধন্যবাদ জানান কুওমো।
তিনি বলেন, বর্তমান মেয়র তার উচ্চাকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রেখেছেন। কারণ নিউ ইয়র্ক সিটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি মনে করেন, জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
কুওমো বলেন, মামদানি যাতে পরবর্তী মেয়র হতে না পারেন, সে জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে।
নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত দিনগুলোতে কুওমোর সঙ্গে মেয়র অ্যাডামস প্রচারে নামবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ দুজনকে সর্বশেষ বুধবার রাতে একসঙ্গে দেখা যায় নিউ ইয়র্ক নিকস গেমের বাইরে। মেয়র প্রার্থীদের চূড়ান্ত বিতর্কের পর পাশাপাশি ছিলেন তারা।
নিউ ইয়র্ক সিটি নির্বাচনে আগাম ভোট শুরু হচ্ছে শনিবার।