মা মারা গেছেন ৩ বছর আগে, কিন্তু মৃত মাকে মমি বানিয়ে বাড়িতে সংরক্ষণ করছিলেন ছেলে। উদ্দেশ্য মা কে জীবিত দেখিয়ে সরকারের পেনশন আদায় করা।
এভাবে প্রতারণার মাধ্যমে তিন বছরে ৫৭ বছর বয়সী ওই ছেলে চুরি করেন মায়ের পেনশনের ৫০ হাজার পাউন্ড।
এআরওয়াই নিউজ জানায়, ন্যক্কারজনক এ ঘটনাটি ঘটেছে ইতালির লম্বার্ডির অঞ্চলের বর্গো ভির্গিলিও এলাকায়।
পুলিশ জানায়, সন্দেহভাজন গত তিন বছর ধরে মৃত মা গ্রাৎসিএলা ডালওগলিওর মমি ব্যবহার করে পেনশন আদায় করে আসছিলেন।
সম্প্রতি পেনশন আদায়ের পরিচয় পত্রের মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে কর্তৃপক্ষ জানায়, গ্রাৎসিএলাকে পেনশন অফিসে সশরীরে উপস্থিত হতে হবে।
এ অবস্থায় ছেলে নিজেই পরচুলা মায়ের কসমেটিকস ও পোশাক পরে পেনশন অফিসে হাজির হন, কিন্তু প্রতারক ছেলের কণ্ঠস্বর, উচ্চতা ও চলাফেরা দেখে সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে। ওই সময় কর্মকর্তাদের তদন্তে বেরিয়ে আসে প্রতারক ছেলের আসল পরিচয়।
পরে মায়ের খোঁজ করতে পুলিশ বাড়িতে হাজির হলে তারা বেসমেন্টের নিচে গ্রাৎসিএলার মমি খুঁজে পান। ময়নাতদন্তের মাধ্যমে জানা যায়, মমিটি তিন বছর পুরোনো।
এ ঘটনায় প্রতারক ছেলের বিরুদ্ধে মৃতদেহ লুকানো ও জালিয়াতির মামলা হতে পারে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।