নিউ ইয়র্কে ৯৯ বছরের বৃদ্ধকে মারধর, ২০ হাজার ডলার লুট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬ ২০২৫, ২২:৩০ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২২:৫১

মারধরের শিকার বৃদ্ধের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

মারধরের শিকার বৃদ্ধের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক

  • 0

সন্দেহভাজনকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছে এনওয়াইপিডি।

নিউ ইয়র্ক সিটিতে ৯৯ বছরের এক বৃদ্ধকে মারধর করে ২০ হাজার ডলার লুটের ঘটনা ঘটেছে।

ম্যানহাটন বোরোর ওয়াশিংটন হাইটসের অডুবন অ্যাভিনিউতে সোমবার এ ঘটনা ঘটে।

আইউইটনেস নিউজের প্রতিবেদনে বলা হয়, মারধর ও অর্থ লুটে জড়িতকে খুঁজছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডি।

পুলিশের বরাতে সংবামাধ্যমটির খবরে আরও জানানো হয়, ভুক্তভোগী বৃদ্ধ একটি আবাসিক ভবনের প্রবেশ দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এগিয়ে এসে প্রবেশমুখে বৃদ্ধকে পাকড়াও করে।

পরে গলায় আগ্নেয়াস্ত্র তাক করে ভবনের ভেতরে একটি অফিসে বৃদ্ধকে নিয়ে যায় দুর্বৃত্ত। সেখান থেকে ২০ হাজার ডলার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারী।

মারধরের শিকার বৃদ্ধকে নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান/কলাম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

ভুক্তভোগীর হাতের দুটি আঙুল ভেঙে যায় বলে জানায় পুলিশ।

সন্দেহভাজনকে খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছে এনওয়াইপিডি।

বাহিনীটি জানায়, সন্দেহভাজনকে সর্বশেষ কালো স্কি মাস্ক, কালো দস্তানা, ধূসর রঙের সুয়েটার, কালো সোয়েটপ্যান্ট ও সাদা স্নিকার্স পরা অবস্থায় দেখা গেছে।

সন্দেহভাজকে খুঁজে পেতে সহায়ক যেকোনো তথ্য এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইন নম্বর 1-800-577-TIPS (8477) , স্প্যানিশের জন্য 1-888-57-PISTA (74782) অথবা ক্রাইম স্টপার্সের ওয়েবসাইটে লগইন করে জমা দিতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে এনওয়াইপিডি।