নির্বাচনের আগ মুহূর্তে নিউ ইয়র্কের মুসলিমদের উদ্দেশে মামদানির আবেঘন বার্তা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬ ২০২৫, ১২:৫৯ হালনাগাদ: নভেম্বর ২৪ ২০২৫, ১৩:২১

জোহরান মামদানি। ছবি: রয়টার্স

জোহরান মামদানি। ছবি: রয়টার্স

  • 0

ইসলামোফোবিয়া সম্পর্কে তার মন্তব্যের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভাষ্যকারদের সমালোচনার মুখে পড়েন।

নিউ ইয়র্ক সিটির ২০২৫ সালের মেয়র পদ প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্কের মুসলিমদের উদ্দেশ্যে একটি আবেঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন।

গত ২৫ অক্টোবর নিজের এক্সে দেয়া ভিডিও বার্তায় মামদনি বলেন, নিউ ইয়র্কে দশ লক্ষের বেশি মুসলিম মানুষের মর্যাদা এখনও শর্তসাপেক্ষ এবং তাদের অনেককে এখনও পরিচয় লুকিয়ে রাখার জন্য চাপের মধ্যে থাকতে হয়।

তিনি বলেন, ‘প্রত্যেক মুসলিমের স্বপ্ন হলো অন্য যেকোনো নিউ ইয়র্কবাসীর মতোই স্বাভাবিকভাবে জীবন যাপন করা। কিন্তু বহুদিন ধরে আমাদের বলা হয়, কম আশা করতে, ঘৃণা ও গোঁড়ামি সহ্য করতে। এখন আর তা হবে না।’

মামদানি তার বার্তায় বলেছেন, মুসলমানদের শেখানো হতো যে তারা যেকোনো সীমিত সুযোগ পেলেও যেন চুপ থাকে এবং কৃতজ্ঞ থাকে। এমনকি সন্দেহ ও অপমানের মুখোমুখি হলেও তা সহ্য করতে বলা হয়।

তিনি জানান, যখন তিনি রাজনীতিতে প্রথম প্রবেশ করেছিলেন সেসময় একজন অভিজ্ঞ নেতা তাকে ধর্মীয় বিশ্বাস লুকিয়ে রাখতে পরামর্শ দেন। এই সতর্কতা বহু দশক ধরে চলা বৈষম্যের কারণে তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

সর্বশেষ বক্তৃতায় মামদানি এই পরামর্শ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, তিনি আর লুকিয়ে থাকার রাজনীতি গ্রহণ করবেন না।

এর আগে ২৪শে অক্টোবর ব্রঙ্কস মসজিদের বাইরে মুসলিম নিউ ইয়র্কবাসীদের এক সমাবেশে তিনি বর্ণনা করেন যে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর তার আন্টি কীভাবে পাতাল রেলে চড়া এড়িয়ে চলেন কারণ তিনি হিজাব পরে অনিরাপদ বোধ করতেন।

ইসলামোফোবিয়া সম্পর্কে তার মন্তব্যের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভাষ্যকারদের সমালোচনার মুখে পড়েন।