নিউ ইয়র্ককে সবার জন্য সাশ্রয়ী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন মামদানি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮ ২০২৫, ২১:১৪ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১৪:৫২

নিউ ইয়র্ককে সবার জন্য সাশ্রয়ী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন মামদানি
  • 0

পুয়ের্তো রিকোতে শুক্রবার নিউ ইয়র্কের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে জুমার নামাজ আদায় শেষে বক্তব্য দেন জোরান মামদানি। ছবি: টিবিএন

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানি বলেছেন, জাতি, ধর্ম, ভাষা, সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকের জন্য নিউ ইয়র্ককে বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।

এ শহরকে সবার জন্য সাশ্রয়ী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

পুয়ের্তো রিকোতে শুক্রবার নিউ ইয়র্কের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে জুমার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

পরে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

এদিকে নিউ ইয়র্কের ইস্ট হারলেমের বাসিন্দাদের প্রত্যাশা, মামদানি সুনির্দিষ্ট জাতিগোষ্ঠীর চেয়ে শ্রমজীবী বাসিন্দাদের প্রাধান্য দেবেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের পর বৃহস্পতিবার পুয়ের্তো রিকো সফরে যান মামদানি। নিউ ইয়র্কে রাজনীতিকদের বার্ষিক কর্মপরিকল্পনার সম্মেলনে যোগ দিতেই সেখানে যান মামদানিসহ কয়েকজন রাজনীতিক।

পুয়ের্তো রিকোর মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করেন মেয়র পদে জয়ী মামদানি।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে কথা বলেন মামদানি।

ওই সময় তিনি বলেন, নিউ ইয়র্কের মানুষ প্রত্যাশা করে, তারা যেন আগে নিউ ইযর্কার পরিচয়ে পরিচিত হতে পারেন।

জোরান মামদানি বলেন, সময় এসেছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের ধনী শহরের প্রতিটি নাগরিক যেন খাবার পায়, পরিবারকে খাওয়াতে পারে এবং স্বাধীন জীবনযাপন করতে পারে, তা নিশ্চিত করার।