নির্বাচনে জয়ের পর প্রথমবার মেয়র অ্যাডামসের মুখোমুখি মামদানি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২ ২০২৫, ২১:৩২

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও মেয়র পদে জয়ী জোরান মামদানি। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও মেয়র পদে জয়ী জোরান মামদানি। ছবি: রয়টার্স

  • 0

এর মধ্য দিয়ে সিটি নির্বাচনে জয়ের পর প্রথমবার নগরপিতা অ্যাডামসের মুখোমুখি হলেন তার গণতান্ত্রিক সমাজতন্ত্রী উত্তরসূরি মামদানি।

নিউ ইয়র্ক সিটির গ্রেসি ম্যানসনে মঙ্গলবার মেয়র পদে জয়ী জোরান মামদানির সঙ্গে দেখা করেছেন মেয়র এরিক অ্যাডামস।

এর মধ্য দিয়ে সিটি নির্বাচনে জয়ের পর প্রথমবার নগরপিতা অ্যাডামসের মুখোমুখি হলেন তার গণতান্ত্রিক সমাজতন্ত্রী উত্তরসূরি মামদানি।

আইউইটনেস নিউজ জানায়, এরিক অ্যাডামস মঙ্গলবার সকালে মামদানির সঙ্গে সাক্ষাতের ঘোষণা দিয়ে জানান, তার দল নথিপত্র হস্তান্তর করবে।

অ্যাডামস জানান, কোন প্রকল্পগুলো মামদানি অব্যাহত রাখবেন, বিষয়টি তিনি ঠিক করতে পারেন। প্রতিটি মেয়রেরই নিজস্ব প্রকল্প থাকে। তার (অ্যাডামস) আমলে যেসব কাজ হয়েছে, সেগুলো প্রদর্শনের পাশাপাশি নথি হস্তান্তর করা হবে, যাতে করে মামদানি ঠিক করতে পারেন, তিনি কোনো প্রকল্প রাখবেন নাকি বাদ দেবেন।

বৈঠকের পর মামদানি বলেন, এটি ভালোমতো হয়েছে এবং তিনি উভয়ের মধ্যে হওয়া আলোচনার প্রশংসা করছেন।

তিনি আরও জানান, দায়িত্ব হস্তান্তর কীভাবে যতটা সম্ভব বেশি মসৃণ করা যায়, তাদের আলোচনা ছিল সেটিকে কেন্দ্র করে।

অ্যাডামসের ভাষ্য, তিনি নথিপত্র হস্তান্তরের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে, তার বিবেচনায় সফল কর্মসূচিগুলো কেন অব্যাহত রাখা উচিত মামদানির।

এদিকে বৈঠকের পর মেয়র পদে জয়ী মামদানি জানান, দায়িত্ব নেওয়ার পর নিউ ইয়র্ক সিটি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে তিনি উঠবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।