চায়নার প্রিমিয়ার লি চিয়াংয়ের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন তিনি। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে লির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
চায়নার একজন সিনিয়র ট্রেজারি কর্মকর্তা ইয়েলেনের সঙ্গে সফরে থাকা সাংবাদিকদের বলেন, ‘লির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও উভয় দেশ কীভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে পারে সে বিষয়ে আলোচনার ইচ্ছা জানিয়েছেন অ্যামেরিকার ট্রেজারি সেক্রেটারি।’
‘পুরনো বন্ধুদের বৈঠক’ হিসেবে শুক্রবার ইয়েলেন তার সাবেক চায়না প্রতিপক্ষ লি হের সঙ্গে দেখা করবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘নানা সময়ে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন দুই ট্রেজারি। আমি মনে করি, বিশ্ব অর্থনীতিতে একে অপরকে কীভাবে দেখছেন সে বিষয়ে আলোচনা প্রয়োজন। আমার মনে হয় চায়নার নীতি নির্ধারণে এখনও হের ভূমিকা রয়েছে।’
তিনি জানান, ইয়েলেন শুক্রবার সন্ধ্যায় পিপলস ব্যাংক অফ চায়নার সাবেক গভর্নর ঝো জিয়াওচুয়ানের সঙ্গে ডিনার করবেন।
কর্মকর্তা বলেন, ‘ঝোর সঙ্গে বৈঠকে ইয়েলেন অ্যামেরিকা, চায়না ও বিশ্বের অন্য দেশগুলোর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতামত বিনিময়ের সুযোগ পাবেন।’
চায়নায় ইয়েলেনের সফরের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ ও উদ্বেগ থাকলেও ট্রেজারি কর্মকর্তা ইতিবাচক আশা প্রকাশ করে বলেন, ‘আমার মনে হয় না তার সফর নিষ্ফল হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি উভয় দেশের জন্য এ সফর সুফল বয়ে আনবে।’
অ্যামেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট গত রোববার এক বিবৃতিতে জানায়, ‘গত নভেম্বরে প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট শিয়ের বৈঠকের পর ইয়েলেনের এই সফর বিশ্বব্যাপী অর্থনীতি ও আর্থিক উন্নয়নসহ বিভিন্ন অ্যামেরিকান ও পিআরসির মধ্যবর্তী যোগাযোগ আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে।’