আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটকিপার-ব্যাটার জাকের আলী।
এছাড়া স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি পেইসার শরীফুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান, নুরুল হাসান ও তানভীর ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৭ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।