২০২৬ সালের ইংরেজি টাইপোগ্রাফির ব্যাকগ্রাউন্ডে বিশ্বকাপ ট্রফি ব্যবহার করে তৈরি করা হয়েছে এ লোগো। এবারই প্রথম বিশ্বকাপের লোগোতে ব্যবহৃত হয়েছে ট্রফির ছবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও।
লোগো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তোপের মুখে পড়েছে ফিফা। সকার ফ্যানদেরমতে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়া আসরের জন্য এ লোগোর ডিজাইন ‘সাদামাটা‘।
তবে, ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাইয়ের মতে নানা দেশের ফুটবল কমিউনিটি ও ফ্যানদের জন্যই সাদামাটা রাখা হয়েছে লোগোর ডিজাইন।
গাই সাংবাদিকদের বলেন, ‘এ লোগোর মাধ্যমে আমরা ফিফার পার্টনার ও লোকাল কমিউনিটিগুলোকে নিজেদের গল্প সমন্বয় করার অসংখ্য সুযোগও তৈরি করেছি।‘
অনুষ্ঠানে বিশ্বকাপ শুরুর তারিখও ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১৯ জুলাই রোববার শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত এ আসর।
এবারই প্রথম ৪৮ দল খেলবে বিশ্বকাপে। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া ৩২ দলের ফরম্যাট বদলে ১৬টি বাড়তি দলকে সুযোগ করে দিচ্ছে ফিফা।
অ্যামেরিকার ১১টি, মেক্সিকোর ৩টি ও ক্যানাডার ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।