বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে শনিবার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা।
গ্রুপ পর্বে ৪ খেলায় ২টিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা কোনো কাজে আসবে না। সুপার সিক্সে বাকি দুটি ম্যাচ জিতলেও বর্তমানে শীর্ষে থাকা শ্রীলংকা-জিম্বাবুয়ের সমান ৬ পয়েন্ট স্পর্শ করতে পারবে না ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে না ক্লাইভ লয়েড-ব্রায়ান লারাদের দেশ।
এই জয়ে বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখলো স্কটল্যান্ড। সুপার সিক্সে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে স্কটিশরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে জিম্বাবুয়ে ও শ্রীলংকা।