সান ফ্রান্সিসকোতে ইউভেন্তাস-বার্সেলোনা ম্যাচ বাতিল

টিবিএন ডেস্ক

জুলাই ২৩ ২০২৩, ১১:০৪

বার্সেলোনা ও ইউভেন্তাসের লোগো। ফাইল ছবি

বার্সেলোনা ও ইউভেন্তাসের লোগো। ফাইল ছবি

  • 0

দলের অধিকাংশ খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় প্রাক-মৌসুম অ্যামেরিকা সফরে ইউভেন্তাসের বিপক্ষে ম্যাচ বাতিল করেছে এফসি বার্সেলোনা।

এক বিবৃতিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাব জানিয়েছে, দলের অধিকাংশ খেলোয়াড় পেটের সমস্যায় ভুগছেন।

বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানান, ম্যাচটি পুনরায় আয়োজনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

লাপোর্তা বলেন, ‘মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যা সব পরিকল্পনা পাল্টে দেয়। এটা আমাদের দলের জন্য কঠিন মুহূর্ত। একই সঙ্গে সমর্থকদের জন্য বিষয়টা কঠিন।’

ঠিক কত জন অসুস্থ হয়ে পড়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি লাপোর্তা। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ১২জন খেলোয়াড় পেটের সমস্যায় আক্রান্ত।

চ্যাম্পিয়ন্স ট্যুরের অংশ হিসেবে সান ফ্রান্সিসকোর সাড়ে ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন লিভাইস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ট্যুরে ছয়টি ইউরোপিয়ান ক্লাব অংশ নিচ্ছে। ইউভেন্তাসের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটিতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি আশা করা হয়েছিল।

লস অ্যাঞ্জেলসে বুধবার সোফাই স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সঙ্গে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ‘ক্লাসিকো’ খেলতে ডালাস সফরে যাবে তারা। ১ আগস্ট লাস ভেগাসে এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে অ্যামেরিকা সফর শেষ করবে কাতালান জায়ান্টরা।


0 মন্তব্য

মন্তব্য করুন