বার্গার থেকে টমেটো বাদ দিল ভারতের ম্যাকডনাল্ডস

টিবিএন ডেস্ক

জুলাই ৭ ২০২৩, ২৩:২৩

দাম বাড়ার কারণে বার্গার থেকে টমেটো বাদ দিয়েছে ভারতের ম্যাকডনাল্ডস। ছবি:সংগৃহীত

দাম বাড়ার কারণে বার্গার থেকে টমেটো বাদ দিয়েছে ভারতের ম্যাকডনাল্ডস। ছবি:সংগৃহীত

  • 0

ভারতের বিভিন্ন রেস্তোরাঁয় বার্গার থেকে টমেটো সরিয়ে নিয়েছে ম্যাকডনাল্ডস। সবজির দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রেস্তোরাঁর কর্তৃপক্ষ।

ভারতের কয়েকটি অঞ্চলে টমেটোর পাইকারি দাম এক মাসে ২৮৮ শতাংশ বেড়ে যায়। ফলে শুক্রবারে টমেটোর পাইকারি দাম ১৪০ রুপি ( ১.৭ ডলার) হয়। খুচরা দাম হয় আরও অনেক বেশি। দাম বেড়ে যাওয়ায় টমেটো সরবরাহের ঘাটতি দেখা দেয়।

বৃষ্টির কারণে পরিবহণ ও বন্টনের সমস্যার কারণে টমেটোর দাম এতো বেড়েছে বলে ধারণা করা হয়।

ভারতের নয়াদিল্লীর ম্যাকডনাল্ডসের দুটি দোকানে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বোচ্চ চেষ্টা করেও আমরা পছন্দসই মানসম্পন্ন পর্যাপ্ত পরিমাণে টমেটো পাচ্ছি না। তাই আমরা টমেটো ছাড়াই আপনাদেরকে পণ্য সরবরাহ করতে বাধ্য হচ্ছি।’

স্টোর ম্যানেজাররা জানিয়েছেন, দাম বেড়ে যাওয়ার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

ভারতের উত্তর-পূর্বের প্রায় ১৫০টি আউটলেট পরিচালনাকারী কনট প্লাজা রেস্তোরাঁ এই সিদ্ধান্তকে অস্থায়ী মৌসুমী সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন।

ভারতের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে এই সমস্যাকে গুরুতর মনে করছে না। এই অঞ্চলে ম্যাকডোনাল্ডসের ৩৭৫টি আউটলেট রয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন