নিউ ইয়র্কের সাবওয়েতে বক্স কাটারের হামলায় ৩ নারী আহত

টিবিএন ডেস্ক

জুন ১৯ ২০২৩, ২১:১৫

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট প্রকাশিত সন্দেহভাজন হামলাকারীর ছবি ।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট প্রকাশিত সন্দেহভাজন হামলাকারীর ছবি ।

  • 0

নিউ ইয়র্কের সাবওয়েতে রোববার বিকেলে সন্দেহভাজনের বক্স কাটারের আঘাতে তিনজন নারী আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিকেল সোয়া ৪টার দিকে এইটি সিক্স স্ট্রিট-ল্যাক্সিটন অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি হামলার খবর পান। স্টেশনের সাথবাউন্ড ফোর ট্রেন থেকে নেমে একজন ১৯ বছর বয়সী নারী প্ল্যাটফর্মের সিঁড়িতে হাঁটার সময় সন্দেহভাজন এক ব্যক্তি তার ডান পায়ে বক্স কাটার দিয়ে আঘাত করেন। এতে ওই নারীর পা কেটে যায়।

একই সময়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো ৪৮ বছর বয়সী অন্য এক নারীর উপরও আক্রমণ করেন সন্দেহভাজন ওই ব্যক্তি। বক্স কাটারের আঘাতে ওই নারীরও ডান পা কেটে যায়।

হামলাকারী এরপর ডাউনটাউন ফোর ট্রেনে চড়ে পালিয়ে যান।

বিকেল সাড়ে ৪টার দিকে ব্রুকলিন ব্রিজ-সিটি হল স্টেশনের দিকে যাওয়া ওই ট্রেন থেকে ২৮ বছর বয়সী অপর এক নারীকে উপর্যুপরি আঘাতের খবর পায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, সাবওয়ের প্ল্যাটফর্মে দুই নারীকে আহত করে ট্রেনের ভেতরে এক নারীর বাঁম পায়ে একইভাবে বক্স কাটার দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। আহত নারীর আঘাত বেশ গুরুতর।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করে পুলিশ বলেছে, তিনি পলাতক। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি ও ওজন ২২০ পাউন্ড।


0 মন্তব্য

মন্তব্য করুন