এর আগে সমর্থকদের উদ্দেশে ইমরান বলেছিলেন, তিনি ফের গ্রেফতার হলে তারা যেন প্রতিবাদে রাস্তায় নামে।
তার আইনজীবী গোহর খান জানান, তিনটি আদালতে আরও ১৫টি মামলায় জামিন পেয়েছেন ইমরান।
সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী সহিংসতা পরিকল্পনার অভিযোগ তোলে পাকিস্তান সরকার। তার সমর্থনে বিক্ষোভকারীদের কয়েকজনকে সামরিক আদালতে বিচারের আওতায় নেয়ার কথাও বলা হয়।
ইসলামাবাদের একটি অ্যান্টি টেরোরিজম কোর্টের বিচারককে ইমরান বলেন, ‘এসব মামলা গণতন্ত্রবিরোধী… আমি আমার সমর্থকদের কখনও সহিংসতায় উসকে দেইনি। শান্তিপূর্ণ প্রতিবাদ একটি গণতান্ত্রিক অধিকার।’
দুর্নীতির অভিযোগে গত মাসে ইমরানকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে তার লাখো সমর্থক দেশজুড়ে বিক্ষোভ করে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বাঁধে সংঘর্ষ।
ইমরানকে গ্রেফতারের প্রক্রিয়া বেআইনি ছিল বলে তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তিন দিন পর জামিনে মুক্তি পান তিনি।
ইমরানের অভিযোগ, অক্টোবরের নির্বাচনের আগে তার গতি কমানোর জন্য সরকার ফের গ্রেফতারের পরিকল্পনা করছে।