ফিনার জানান, স্থানীয় সময় শনিবার রাত ২টা ১১ মিনিটে হিউস্টনের রিচমন্ড অ্যাভিনিউয়ের ‘টাবু’ নামে একটি নাইট-ক্লাবে সহিংসতার খবর পান অফিসাররা। সেখানে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করেন তারা।
এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন, অন্যরা আশঙ্কামুক্ত। আহতদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। হামলায় কতজন জড়িত তাও নিশ্চিত করেনি পুলিশ।
ফিনার জানান, ক্লাবের ভেতর কোনো বিবাদের জেরে বাইরে এই হামলা হয়। জড়িতদের শিগগিরি আইনের আওতায় নেয়া হবে।
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করছে পুলিশ।