ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।
এ দুর্ঘটনায় বিমানটির ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনার শিকার বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। তাদের গন্তব্য ছিল লন্ডন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় একমাত্র জীবিত আরোহী ১১এ আসনের যাত্রী ছিলেন।
এনডিটিভির প্রতিবেদনে আরও জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে একটি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের হোস্টেলে। এতে প্রতিষ্ঠানটির পাঁচ শিক্ষার্থী নিহত হন।
দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হোস্টেলের ডাইনিং হলের দেয়াল ভেদ করে ঢুকে গেছে বিমানের ধ্বংসাবশেষ। কিছু থালায় ছিল খাবার।
বিমানের একটি ভিডিওতে দেখা যায়, এটি সামান্য উচ্চতায় আকাশে ছিল। আরও ওপরে উঠতে পারছিল না আকাশযানটি।
দুপুর একটা ৩৮ মিনিটে দুর্ঘটনার শিকার বিমানটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায়। ব্যাপক দূরত্বের লন্ডনগামী বিমানটি ছিল জ্বালানিতে ঠাসা।